মাদারীপুর সংবাদদাতা।
আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশে বাজার মনিটরিং ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মাদারীপুরে দ্রব্যমল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা। এছাড়াও পরিষ্কার করছেন রাস্তাসহ বিভিন্ন স্থাপনার আবর্জনা। দক্ষ হাতে করছেন রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ। এবার এসব শিক্ষার্থীদেরই দেখা গেছে বাজার মনিটরিং করতে।
শনিবার (১০ আগস্ট) মাদারীপুরের পুরান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা। এদিন শহরের পুরানবাজার, ইটেরপুল, কুলপদ্ধি বাজারের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে শিক্ষার্থীরা দোকানে টাঙানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি মনিটরিং করেন। এ সময় তারা বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার অনুরোধ জানান। পাশপাশি কাউকে চাঁদা না দিতেও পরামর্শ দেন।
র্যাব সূত্রে জানায়, মাদারীপুরে দেশে চলমান বাজার অস্থিরতায় দরকারি সকল পন্যের দাম নিয়ন্ত্রণ রাখতে সচেতন ছাত্র সমাজের ৫০ থেকে ৬০ জন ছাত্র-ছাত্রীদের একটি দল তাদের সমন্বয়কসহ মাদারীপুর র্যাব ক্যাম্পে আসে। তারা মাদারীপুরের মোস্তফাপুর বাজার এলাকায় ফল ও সবজি ব্যাবসায়ীদের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তা চায়। ছাত্রদের সাথে একাত্ম হয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা মাদারীপুরস্থ পুরান বাজার এলাকায় যৌথভাবে টহল প্রদান করছে। এসময় ব্যাবসায়ী এবং ক্রেতা সাধারণ এর সাথে আলোচনা করেছে। দ্রব্যমুল্য যেন সহনশীল থাকে সে ব্যাপারে সকলকে সহোযোগিতার জন্য আহবান করা জানানো হয়েছে।
র্যাব ৮ সিপিসি-৩-এর কোম্পানী কমান্ডার লে. শাহরিয়ার রিফাত অভি জানায়, মাদারীপুরে র্যাবের বাজার মনিটরিংএ অংশগ্রহনে এই অভিযান ও টহল জনমনে স্বস্থির আশা জাগিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের টহল অভিযান চলমান থাকবে।
এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিক্রেতারা সিন্ডিকেটকে দায়ী করছেন। তারা সেটি পর্যবেক্ষণ করছেন। তাদের সাথে মাদারীপুর র্যাবের কোম্পানী কমান্ডার লে. শাহরিয়ার রিফাত অভি ও সেনাবাহিনীর পক্ষে থেকেও ব্যবসায়ীদের সচেতন করেন।
Leave a Reply