মাদারীপুর প্রতিনিধি:
কোন অন্যায়-অপরাধের সাথে জড়িত হলে আমার বিরুদ্ধে নির্বিঘেœ লিখবেন। এতে আমি নিজের অপরাধ সর্ম্পকে সচেতন হতে পারবো। কোন সাংবাদিক হয়রানি নয়, বরং সাংবাদিকসহ সাধারণ মানুষের জন্যেও আমার দরজা খোলা থাকবে, এমনটারই আশ^াস দিয়েছেন মাদারীপুরে নবাগত পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। তিনি বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
সভায় মো. সাইফুজ্জামান বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নাশকতা, সন্ত্রাস, মাদক উগ্রবাদ, জঙ্গী নির্মূলে যা করার অতীতের ন্যায় আগামীতেও তা করব। সকলের উর্ধ্বে জনসাধারণের জানমালের নিরাপত্তা, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক এটাই আমরা প্রমান করবো। যা এই জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে।
তিনি আরো বলেন, ফোন করে নয়, সরাসরি অফিসে এসে আমাদের কাছে এসে সকল ধরনের সহযোগিতা নিতে পারবেন। আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করব। সর্বদা সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে। আর এটাই আমাদের প্রতিশ্রুতি।
এসময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহা। সভায় জেলার সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সুবল বিশ^াস, শফিক স্বপন, মনজুর হোসেন, সাগর হোসেন তামিম, বেলাল রিজভী, এসএম আরাফাত হাসান, গাউস-উর-রহমান, অজয় কুন্ডু, ম.ম হারুনুর রশীদ, আরিফুর রহমান, সাব্বির হোসেন আজিজ প্রমুখ।
Leave a Reply