মাদারীপুর প্রতিনিধি॥
মাদারীপুরের রাজৈর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে গরীব অসহায় দুস্থ ক্যানসার, প্যারালাইজড সহ জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার দুপুরে উপজেলা হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথী ছিলেন মাদারীপরের জেলা প্রশাসক ড, রহিমা খাতুন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম মোতালেব মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রেজওয়ানা কবির। এ সময় উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এইচ এম মাহাবুব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো ঃ ফজলুল হক, রাজৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা অফিসার মো ঃ ফজলুল হক মিয়া। পরে প্রধান অতিথী ক্যানসার সহ জটিল রোগে আক্রান্ত ১২ জন রোগীর প্রত্যেকের হাতে চিকিৎসা সহায়তার ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
Leave a Reply