1. : deleted-lq3vXzn1 :
  2. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  3. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  4. jmitsolutionbd@gmail.com : support :
  5. : wp_update-1720111722 :
রাজৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ ৪ নিহত - Madaripur Protidin
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষে রাজৈরে ছাত্রদলের মানববন্ধন সাংবাদিকদের সহযোগিতায় মাদারীপুরকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই: মাদারীপুর জেলা প্রশাসক  মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ভাইকে কুপিয়ে জখম রাজনীতির পাশাপাশি সামাজিক কাজও করছে যুবদল: কাজী হুমায়ুন ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্প মাদারীপুরেই রাখার দাবীতে ১০ দিনের আলটিমেটাম ডাসারে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ নদী দূষণ ও অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত করার এখনই উপযুক্ত সময়: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন কালকিনিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন ঘুম থে‌কে দে‌রি‌তে উঠায় মাদারীপুরে বাবার হাতে কলেজ পড়ুয়া মেয়ে খুন  কোন রাজনৈতিক দল তাদের কর্মীদের একবেলা খাওয়াতে পারবে না: ওপেন চ্যালেঞ্চ দিলেন জাকের পার্টির নেতা

রাজৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ ৪ নিহত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যানগাড়ীর চালক ও মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মোল্লাকান্দি বটতলা ও মঙ্গলবার সকাল ১১টার সময় টেকেরহাট শিমুলতলা নামক স্থানে এ মর্মান্তিক দুটি দুর্ঘটনা ঘটে । নিহতরা হলো উপজেলার আমগ্রাম তেলিকান্দি গ্রামের শাহজালাল মাতুব্বরের ছেলে ভ্যান চালক নুর নবী (২৮), ভ্যান যাত্রী নরারকান্দি গ্রামের সাজিন শেখের ছেলে আমির শেখ (৩৫) ও দুর্গাবদ্দী গ্রামের মজিদ তপাদারের ছেলে প্রান্ত তপাদার (২৫) ও মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী রোমান মিনা উপজেলার তাতিকান্দা গ্রামের নান্নু মিনার ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মোল্লাকান্দি বটতলা নামক স্থানে ফরিদপুর গামী আমানত শাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে অপর দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় বাসটি রাস্তার খাদে পড়ে যায় । এতে ভ্যানগাড়ীর চালকসহ তিন জন গুরুতর আহত হয় । পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন । এদিকে মঙ্গলবার সকাল ১১টার সময় ঈদের নামাজ শেষে মায়ের নানিকে কাপড় দিতে গ্রামের বাড়ি যায় রোমান ও তার বন্ধু নাসিম।
পরে মোটরসাইকেল যোগে ফেরার পথে বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত্যু ঘোষণা করেন।
রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION