রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে ্উপজেলার শাখারপাড় প্রতিবন্ধী কল্যান সংস্থার সহযোগিতায় করোনার দূর্যোগকালে দুইটি অসহায় প্রতিবন্ধী পরিবার পেলো ভ্যানগাড়ী ও সেলা্ই মেশিন। মঙ্গলবার সকাল ১১ টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে এ সামগ্রী হস্তান্তর করেন রাজৈরের ইউএনও মো আনিসুজ্জামান। এসময় আরোও উপস্থিত ছিলেন রাজৈর পৌরসভার সাবেক মেয়র শামীম নেওয়াজ, শাখারপাড় প্রতিবন্ধী কল্যান সংস্থার সভাপতি মুক্তা নেওয়াজ, রাজৈর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা নয়ন মনি বিশ্বাস, শাখারপাড় প্রতিবন্ধী কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা ভ্যানচালক সেলিম শরীফ, সহ-সেক্রেটারী সাইফলু ইসলাম টিটন,
প্রতিবন্ধী সংস্থা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার।প্রতিষ্ঠাতা ভ্যানচালক সেলিম শরীফ জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির অর্থায়নে প্রতিবন্ধী পরিবার কুদ্দুস বেপারীকে ভ্যানগাড়ী ও বাক-শ্রবণ প্রতিবন্ধী পারভীন বেগমকে সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
Leave a Reply