মাদারীপুর সংবাদদাতা।
অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে এ্যাড.মতিন মোল্লা ফাউন্ডেশন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, চাল, তেল, দুধ ও সাবান। এসময় পাচ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেয়া হয়। এ্যাড. মতিন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জমান খান (ফুকু) এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য কালাম সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা ডাঃ গোলাম সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন ডক্টর এসোসিয়েশন (ড্যাব) মাদারীপুর জেলা ও সংগঠনের উপদেষ্টা ডাঃ লুৎফার রহমান, সংগঠনের উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম লিটু ও মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মাওলা আকন্দ।
এ্যাড. মতিন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান খান ফুকু বলেন, আমাদের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু দেশের দুঃস্থ, অসহায় মানুষের সংখ্যা কম নয়। দেশের সব পিছিয়ে পড়া মানুষরাও সচ্ছল হোক, স্বাবলম্বী হোক, আত্মকর্মী হোক। সংগঠনটির লক্ষ্য হলো একজন এগিয়ে থাকা ব্যক্তির সাহায্য পেয়ে পিছিয়ে পড়া ব্যক্তিদের সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করা। একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখা। ।
Leave a Reply