টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের ডাসারে শিক্ষার্থীদের ও জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক মো.আনিসুর রহমান তালুকদার খোকনের নিজস্ব অর্থায়নে একটি রাস্তা নির্মান করা হয়েছে। আজ শুক্রবার সকালে বিএনপি নেতা মো. চুন্নু মাতুব্বরের সার্বিক তত্বাবধানে ওই রাস্তার ইটের সলিং কাজ শুরু করা হয়। এদিকে ওই রাস্তাটি নির্মান করায় এলাকার শিক্ষক, শিক্ষার্থী ও জনসাধারনের মাঝে এখন স্বস্তি বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজী মাদ্রাসা থেকে মাতুব্বর বাড়ি পর্যন্ত রাস্তায় কাঁদাপানি জমে থাকায় ওই রাস্তা দিয়ে স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা ও জনসাধারনের দীর্ঘদিন ধরে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এবং কি ওই রাস্তার কাদাঁ-পানি পার হয়ে মাদ্রাসায়, স্কুলে ও বিভিন্ন হাটবাজারে যাতায়াত করা হত। এ ভোগান্তির কথা চিন্তা করে বিএনপি নেতা খোকন তালুকদার তার নিজ উদ্যোগে ওই রাস্তাটিতে ইটের সলিং নির্মান করে দেন। এতে করে ওই এলাকার শিক্ষার্থী ও জনসাধরন দূর্ভোগের হাত থেকে রেহাই পান।
স্থানীয় বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের অনেক কষ্ট হতো। এখন রাস্তায় ইটের সলিং করে দেয়ায় আমরা ভালোভাবে মাদ্রাসায় যেতে পারবো।
এ ব্যাপারে বিএনপি নেতা মো.আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আমার নিজের স্বার্থে নয় শিক্ষার্থীদের ও জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে আমি ওই রাস্তাটি নির্মান করে দিয়েছি।
Leave a Reply