টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরের শাখারপাড় এলাকায় মাদারীপুরের জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে উপজেলার শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রত্যেকে মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সী, জেলা পাট কর্মকর্তা আলমগীর হোসেন, জেলার তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, রাজৈর উপজেলার ভূমি কর্মকর্তা তাসফিক শিগবা উল্লাহ, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মোল্লা। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগনসহ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ , প্রধান শিক্ষক খাদিজা আক্তার, এরং বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply