সুজন হোসেন রিফাত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর নির্বাচনী ফাইনাল পরীক্ষার ইংরেজি পরীক্ষার মূল প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ উঠেছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে কতৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে স্থানীয় অভিভাবকরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরজমিনে অনুসন্ধান ও লিখিত অভিযোগ পত্র সুত্রে জানা যায়, রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিত্তরঞ্জন বাইনের বিরুদ্ধে গত ২ ডিসেম্বর পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার ইংরেজি প্রশ্ন প্রাইভেট টিউটরের মাধ্যমে পরীক্ষার শুরু হওয়ার আগেই ফাঁসের অভিযোগ করেছে স্থানীয় কয়েকজন অভিভাবক।
স্থানীয়রা জানায়, চিত্তরঞ্জন বাইন তার অনুসারী এক কলেজ পড়ুয়া ছাত্র কার্তিক বাড়ৈয়ের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়াতেন ।এই সুত্র ধরেই পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য ওই প্রশ্ন খাতায় লিখে কয়েকজন ছাত্র ছাত্রীদের নিকট প্রকাশ করেছে- এই সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে অন্য ছাত্রছাত্রীর অভিভাবকদের মধ্যে বিপত্তি বাধে । পরে কয়েকজন অভিভাবক রাজৈর উপজেলা শিক্ষা অফিসার বরাবর প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে প্রশ্ন করা হলে তিনি জানান, শিক্ষক সংকট ও রিমোট এলাকায় স্কুলটি হওয়ায় পাসের হার অনেক কম। তাই ছাত্রদের ভাল ফলাফল করার জন্য মুলত এ ঘটনা ঘটানো হয়েছে ।এ ঘটনায় আমি অনুতপ্ত। তবে স্থানীয় কোন্দলের কারনে বিষয়টির শিকার হয়েছি আমি-এটাও তিনি দাবী করেন।
রাজৈর উপজেলা শিক্ষা অফিসার গুলশান আরা বলেন, প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগের বিষয়ে ঘটনা স্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সতত্যা পেয়েছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ করা হয়েছে, তার বক্তব্য সন্তোষ জনক নয়, পরবর্তী ব্যবস্থা ডিপিও স্যার গ্রহন করবেন।
Leave a Reply