1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কৃষক দলের কমিটি নিয়ে দ্বন্দ্ব: নব্য বিএনপির সংবাদ সম্মেলনের বিরুদ্ধে কৃষক দলের প্রতিবাদ - Madaripur Protidin
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে শশুর বাড়ির নির্যাতনেসংসার করা হলো না   ইতালি প্রবাসীর স্ত্রী সুমাইয়ার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর -২ আসনে মনোনয়নের দাবীতে জাহান্দার আলী জাহান ও মিল্টন বৈদ্য এর সমর্থকরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে কালকিনিতে দেড়কেজি গাঁজাসহ আন্ত: জেলা মাদক ব্যবসায়ী আটক রাজৈরে শিশুদের মুলস্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য শীর্ষক সেমিনার  মাদারীপুরে দুইটি বিদ্যালয়ে ভবন নির্মানে অনিয়ম ও  দুর্নীতির অভিযোগে অভিযান মাদারীপুরে গৃহবধুর লাশ উদ্ধার গৃহকর্তা  সৌদি, স্ত্রী কারা হেফাজতে । বাড়িতে দূর্ধষ চুরি, মালামাল লুটের অভিযোগ।  মাদারীপুরের শিবচরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ র‌্যাব ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথ অভিযান । নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্মমানেল কয়েল উদ্ধার। প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল

মাদারীপুরে কৃষক দলের কমিটি নিয়ে দ্বন্দ্ব: নব্য বিএনপির সংবাদ সম্মেলনের বিরুদ্ধে কৃষক দলের প্রতিবাদ

  • প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১২.৫৫ পিএম
  • ৩৩৫ জন পঠিত
জেলা প্রতিনিধি, মাদারীপুর:
মাদারীপুরের রাজৈরে আওয়ামী লীগের দোসর নব্য-বিএনপির সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন কৃষক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৬ টার সময় উপজেলার বাজিতপুর ইউনিয়নের কিসমদ্দি বাজিতপুর গ্রামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন, বাজিতপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি কুদ্দুস খান, সাধারণ সম্পাদক অহিদ হাওলাদার, সহ সভাপতি তাজা হাওলাদার, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান হাওলাদার, সাধারণ কৃষক মো. কিবরিয়া হাওলাদার, সাগর খান। এছাড়া আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় বাজিতপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি কুদ্দুস খান বলেন, কয়েকদিন আগে বিএনপিকে নিচু করার জন্য আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ছিরু মোল্লা ও কামাল চৌকিদারসহ তাদের লোকজন। তারা অপপ্রচার, মিথ্যাচার করে কৃষক দলকে হেও করার চেষ্টা চালাচ্ছে। আমি আজীবনই বিএনপির সাথে জড়িত ছিলাম। এখন তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে কিছু লোকজন আমার দুর্নাম ছড়ানোর জন্য বলতেছে আমি নাকি আওয়ামী লীগ করতাম। কিন্তু আওয়ামী লীগে আমার কোন পদ- পদবি বা ব্যানার নাই। যদি থাকে তাহলে কৃষক দলের নতুন কমিটির ৪১ জনের কাছে আমি বিচার দেব। এবং টাকার বিনিময়ে আমাদের কমিটি দিয়েছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
তিনি আরও বলেন, তারা আমাকে লিবিয়ার দালাল বলেছে। যদি আমি দালাল হই তাহলে তারাও দালাল। কারণ আমি যে দালালের মাধ্যমে আমার ছেলে ও মেয়ের জামাইকে ইতালি পাঠিয়েছি, সেই একই দালালের মাধ্যমে ছিরু তার ভাইকে ও কামাল তার ছেলেকে ইতালি পাঠাইছে।

বাজিতপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বলেন, অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় ১৯৮২ সাল থেকে আমি বিএনপির সাথে জড়িত। বাজিতপুর ইউনিয়নে কৃষক দলের ৩টি কমিটি দেওয়া হয়েছিল। এর মধ্যে কুদ্দুস খানের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি পাস হয়েছে। এবং কারো মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব নাই। তারা সবাই জাতীয়তাবাদী দলের স্মরণাপণ্য।

সহ সভাপতি তাজা হাওলাদার বলেন, আমি কৃষি কাজ করে খাই। আমরা দীর্ঘদিন বিএনপি করেছি। তাই কমিটিতে আমাদের নাম দিছে। কিন্তু বিভিন্ন লোকজন আমাদের কমিটি ভাঙার জন্য চেষ্টা চালাচ্ছে। যারা এগুলো করতেছে তারাই আওয়ামীলীগের লোক। তাদের ফেসবুকে ছবিও আছে।

বাজিতপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান হাওলাদার বলেন, তদন্ত সাপেক্ষে দীর্ঘ দেড় মাস পর কুদ্দুস খানকে সভাপতি করে কৃষক দলের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটির সবাই প্রকৃত কৃষক এবং যারা বিএনপিকে ভালবাসে তারাই আছেন। কিন্তু আওয়ামী লীগের দোসর নব্য-বিএনপি, যাদের ঘরে বিএনপির একটা ভোট নাই তারাই এই কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই কমিটি ও দলকে হেও প্রতিপণ্য করার জন্য প্রপাগাণ্ডা ছড়াইতেছে। এটা বিএনপির জন্য দুঃখ জনক একটা বিষয়। যারা এইসব অপপ্রচার চালায় তাদের প্রতি আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

উল্লেখ্য, ৯ লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে আওয়ামীলীগ পন্থীকে সভাপতি করে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন কৃষক দলের কমিটি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে গত ৩০ মার্চ (ঈদের আগের দিন) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা কামাল চৌকিদার, শ্রমিক দলের সভাপতি কালাচান সরদার, যুবদল নেতা আব্দুল্লাহ বেপারী ও মিন্টু ফকির সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা। এসময় বাজিতপুর ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটি বাতিলের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!