অফিস রিপোর্টঃ শ্যীপুর তেকে ১৪ বছর বয়সী কন্যা শিশুকে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন @ স্বপন (২০)’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ৬ বিকালে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাই থানাধীন সূয়াপুর এলাকায় ১৪ বছর বয়সী এক কন্যা শিশু কে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রিফাত হোসেন @ স্বপন (২০)’কে গ্রেফতার করে।
এজাহারের বিবরণী এবং র্যাব-৪, সিপিসি-২, সাভার সূত্রে জানা যায়, কিছু দিন পূর্বে ভিকটিম কন্যা শিশু(১৪)কে তার চাচি’র সঙ্গে চাচির বাবার বাড়িতে ঘুরতে গেলে রিফাত হোসেন @স্বপন(২০) ভিকটিমকে দেখে প্রেমের প্রস্তাব দেয়। ভিকটিম প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাই মাঝে মধ্যেই ছেলেটি ভিকটিমের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার পথে তাকে অনৈতিক প্রস্তাব প্রদান করাসহ উত্যক্ত করে আসছিল।ভিকটিম উক্ত বিষয় তার পরিবারকে জানালে ভিকটিমের পরিবার পারিবারিকভাবে উত্যক্তকারীসহ তার পরিবারকে অবগত করায়। এতে উত্যক্তকারীর ছেলেটির পরিবার তার ছেলেকে শাসন না করে উল্টো ভিকটিমের পরিবারকে বিভিন্ন রকম হুমকি প্রদান করে। পরবর্তীতে ৬ সকালে ভিকটিম ধামরাই থানাধীন সূয়াপুর ইউনিয়নের বেটুয়াইলের তার নিজ বাসা হতে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা হয়ে সূয়াপুর সিএনজি স্ট্যান্ডের মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এমতাবস্থায় অপহরণকারী মাইক্রোবাসযোগে তার কয়েকজন সঙ্গীসহ উক্ত স্থানে এসে ভিকটিমকে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।পরবর্তীতে অপহরণকারীমোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মাকে জানায় ভিকটিম রিয়া মনি (১৪) তার হেফাজতে রয়েছে। ভিকটিমের পরিবারের দাবী অপহরণকারী ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছে।
উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে ধামরাই থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম অপহরণের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র্যাব-৪ এর একটিআভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায়অভিযান পরিচালনা করেঅপহরণকারী রিফাত হোসেন@স্বপন(২০)’কে গ্রেফতার করে।