অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার রামু থানাধীন রামু বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবাসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার রামু থানাধীন রামু বাইপাস ত্রিমূখী পয়েন্টে কক্সবাজার হতে টেকনাফগামী রাস্তার ০৯ নং খুনিয়াপালং ইউনিয়ন অফিসের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ১৩এপ্রলি উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী সৈয়দ হোসেন (৩৬) (রোহিঙ্গা), পিতা- মৃত মকবুল আহম্মদ, মাতা- রহিমা খাতুন, এফ সি এন নং-১০৫৪০৯, সাং- ০৯ নং বালুখালি রোহিঙ্গা ক্যাম্প, ব্লক- এফ-৭, মাঝি- সিরাজ উদ্দিন, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে ধৃত করে। ধৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে জানায়, তার কাছে মাদকদ্রব্য ইয়াবা আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে মোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply