টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। করোনা প্রতিরোধে রাজৈর উপজেলা প্রশাসন টেকেরহাট ক্যাম্পেইন করেছে। শনিবার ১১টার দিকে টেকেরহাট নজরুল ক্লাব প্রাঙ্গন থেকে এ ক্যাম্পেইন শুরু হয়ে সাহাবুদ্দিন মোল্লা মার্কেটে গিয়ে শেষ হয়। জমজাট ঈদের বাজারের ভীড়ে দোকান, ভ্যানগাড়ী, মোটরসাইকেল , ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে “নো মাক্স, নো সার্ভিস” লেখা স্টিকার লাগিয়ে দেয় এবং দোকানদার ও পথচারিদের করোনা প্রতিরোধে মাক্স ব্যবহারের উপকারিতা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান। এ ক্যাম্পেইনে যোগ দিয়েছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য প্রতিনিধি আফম ফুয়াদ, সহকারি কমিশনার (ভুমি) রেজওয়ানা কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, পৌর মেয়র নাজমা রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ও রাজৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী খোন্দকার আবদুল মতিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ।
Leave a Reply