1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে আ.লীগ নেতাকে মারধরের পর মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার ঘটনার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল - Madaripur Protidin
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবি পরিচয়ে ডাকাতি করার সময় ৪ জন আটক :৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার  পল্লবীতে ডাকাতি’র প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেফতার মাদারীপুরে তিনটি আসনে লড়বেন ২৭ প্রার্থী মাদারীপুরে জাকির কাজীর ভয়ে আতঙ্কিত দুটি গ্রামের মানুষ যারা নির্বাচনকে বালচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে -মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান এদেশের মানুষ ভোট দিয়ে ১৫ বছর বন্দী ছিল, গুম-নির্যাতনের শিকারও হয়েছে: মাদারীপুরে  উপদেষ্টা আদিলুর রহমান খান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে আমার দলের সম্পর্ক না আত্মার সম্পর্ক-আনিসুর রহমান খোকন রাজৈরে জমিজমা বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইসলামী জোটের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

রাজৈরে আ.লীগ নেতাকে মারধরের পর মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার ঘটনার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বুধবার, ৩ মে, ২০২৩, ১১.১২ এএম
  • ৩৫১ জন পঠিত

রাজৈরে আ.লীগ নেতাকে মারধরের পর মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার ঘটনার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ।
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।।:

পুর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের রাজৈরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুস সালামকে (৫০) মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে মারধর শেষে সালাম খন্দকারকে তাঁর মোটরসাইকেলসহ উপজেলার পুকুরে ফেলে দেওয়ার ঘটনার বিচারের দাবিতে আজ বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৌলগ্রাম এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি । এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজৈর উপজেলা আওয়ামী লীগের আরেক অংশের যুগ্ম আহবায়ক ফরিদা হাসান পল্লবী ও তার ছেলেদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে রাজৈর মুখি হয় । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় । রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, মহাসড়ক অবরোধের ঘটনা নিশ্চিত করে বলেন, অবরোধকারীদের বুঝিয়ে সুজিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয় এবং তারা চলে গেলে মহাসড়ক যানযট মুক্ত হয়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জানায় , মঙ্গলবার দুপুর ১টার দিকে আওয়ামীলীগ নেতা খন্দকার আব্দুস সালাম তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে জমি রেজেস্ট্রেশনের জন্য উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে যান। সাব রেজিস্ট্রারের কার্যালয়ের প্রবেশ করতেই তাঁর মোটরসাইকেলটি গতিরোধ করেন উপজেলা ছাত্রলীগের একাংশের নেতা হাসিবুল হাসান ওরফে পিয়াল। পরে পিয়ালের ভাই আশিকুর রহমান ওরফে পাভেলসহ ১০ থেকে ১২ জন মিলে খন্দকার আব্দুস সালাম বেদম মারধর করেন। একপর্যায় তার হাত-পা ধরে উপজেলা চত্বরের পুকুরে ফেলে দেন। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও পুকুরে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে স্থানীয় লোকজন আহত আওয়ামী লীগ নেতা খন্দকার আব্দুস সালামকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আব্দুস সালামকে মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানায়,২০২২ সালের ‘১৫ আগস্ট’ উপলক্ষে ৩১ আগস্ট খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন রাজৈরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুস সালাম। এ সময় আব্দুস সালাম রাজৈর উপজেলা আওয়ামী লীগের আরেক অংশের যুগ্ম আহবায়ক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবীর সমালোচনা করে বক্তব্য দেন। এতে ক্ষুদ্ধ হয়ে ২৯ সেপ্টেম্বর ফরিদা হাসান বাদী হয়ে খন্দকার আব্দুস সালামসহ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে মামলা দেন। এরই জের ধরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবীর দুই ছেলে পিয়াল ও পাভেলসহ ছাত্রলীগের নেতাকর্মীরা আব্দুস সালামকে একা পেয়ে মারধর করেন।
মারধরের শিকার আওয়ামী লীগ নেতা খন্দকার আব্দুস সালাম বলেন, ‘আমার একটি জমির দলিল হওয়ার কথা ছিল। এ কারণে উপজেলা সাব রেজিস্ট্রারের অফিসে যাই। উপজেলায় প্রবেশ করার পরেই পল্লবীর উপস্থিতিতে আমার ওপরে অর্তকিত হামলা চালায় পল্লবীর ছেলেরা। আমাকে মারধর করে আমাকে পুকুরে ফেলে দেয়। পুকুরে পানির ভিতরে নেমেও ওরা আমাকে মাইর শুরু করে। আমার পড়নে পাজামা ছাড়া সব ছিড়ে ফেলেছে। পরে আমার মোটরসাইকেলটিও ওরা পুকুরে ফেলে দেয়। আমার পকেটে দলিল খরচের জন্য দুই লাখ টাকা, একটি সোনার চেইন, হাতঘড়ি, মোবাইল ফোন ছিল। মারধরের সময় ওরা আমার কাছে যা ছিল সব নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

অভিযোগের বিষয় জানতে চাইলে রাজৈর উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান পিয়াল মুঠোফোনে বলেন, ‘তিনি (খন্দকার আব্দুস সালাম) সিনিয়র মানুষ, তাকে কেন মারধর করবো? আমি রাজনীতি করি, তাই আমার দিকে কেউ আঙ্গুল তুলতেই পারে। তবে আমি যখন উপজেলায় যাই তখন দেখি তিনি উপজেলার পুকুরে ভিতরে। পরে তাকে পুকুর থেকে তুলেছি। পরে যুবলীগের যুগ্ম আহবায়ক খালিদ ভাই তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। আমি শুনেছি, তিনি (খন্দকার আব্দুস সালাম) কোন এক লোকের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ পুকুরে পড়ে গেছে। তার আগে কিছু ঘটছে কিনা তা আমি জানি না।’

রাজৈর উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠন সমুহ দুই ধারা বিভক্ত। ফলে রয়েছে কমিটি পাল্টা কমিটি। লেগে রয়েছে লাগাতার কোন্দল।

এ সম্পর্কে রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ বলেন, ‘রাজৈরে আওয়ামী লীগের দুটি পক্ষ। একটি পক্ষ জেলা আওয়ামী লীগের সভাপতির অন্যটি স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের। মারধরের শিকার আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লার অনুসারি। তাকে যারা মারধর করেছে তারা সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী। মারধরের শিকার খন্দকার আব্দুস সালামের গুরতর তেমন কোন আঘাত নেই। তবে তাকে চরথাপ্পর ও কিল-ঘুষি মারা হইছে। তার হার্টে ওপেন সার্জারি করা। তাই এখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!