1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনের শিকার থেকে ফেরত মাদারীপুরের ৩‘শত যুবকের কর্মসংস্থান - Madaripur Protidin
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবি পরিচয়ে ডাকাতি করার সময় ৪ জন আটক :৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার  পল্লবীতে ডাকাতি’র প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেফতার মাদারীপুরে তিনটি আসনে লড়বেন ২৭ প্রার্থী মাদারীপুরে জাকির কাজীর ভয়ে আতঙ্কিত দুটি গ্রামের মানুষ যারা নির্বাচনকে বালচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে -মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান এদেশের মানুষ ভোট দিয়ে ১৫ বছর বন্দী ছিল, গুম-নির্যাতনের শিকারও হয়েছে: মাদারীপুরে  উপদেষ্টা আদিলুর রহমান খান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে আমার দলের সম্পর্ক না আত্মার সম্পর্ক-আনিসুর রহমান খোকন রাজৈরে জমিজমা বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইসলামী জোটের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনের শিকার থেকে ফেরত মাদারীপুরের ৩‘শত যুবকের কর্মসংস্থান

  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩, ৩.০১ পিএম
  • ৩৪৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। ॥
অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাওয়ার সময় লিবিয়ার বন্দিশালায় মাফিয়াদের হাতে আটক প্রায় ৩শত যুবককে দেশে ফিরিয়ে এনেছে মাদারীপুরের জেলা প্রশাসন। এদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহায়তা প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হয়েছে। ফলে বদলে যাচ্ছে তাদের জীবনযাত্রার মান। আর অবৈধভাবে বিদেশযাত্রা রোধে সভা, সমাবেশ ও র‌্যালীসহ নানা প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কুমড়াখালী গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ চৌকিদারের ছেলে আরিফুল ইসলাম। দালালের মাধ্যমে ১৪ লাখ টাকা দিয়ে অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাবার সময় আটক হয় লিবিয়ায়। ২১দিন জেলে থাকার পর জেলা প্রশাসনের সহায়তায় দেশে ফেরেন তিনি। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে চরমুগরিয়া এলাকায় কম্পিউটারের দোকান দিয়ে আয় করে এখন সংসার চালাচ্ছেন।
আরেক ভুক্তভোগী সদর উপজেলার মধ্য খাগদী এলাকার আব্দুর বর বেপারীর ছেলে রকিব হোসেন। লিবিয়ার মাফিয়াদের হাতে ৭ মাস অমানবিক নির্যাতনের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে দেশে ফেরেন। পরে ফ্রিলাান্সিং কোর্সের প্রশিক্ষণ নেন। এখান থেকেই আয়ের স্বপ্ন বুনেছেন। আরিফ আর রকিবের এই করুণ কাহিনী শুনে হতবাক অন্য বেকার যুবক-যুবতীরাও।

জেলা প্রশাসনের তথ্য মতে, গত ৩ বছরে অবৈধপথে বিদেশ পাড়ি দিয়েছে জেলার ৩ হাজার ১৪৮ জন, লিবিয়ায় মাফিয়াদের হাতে আটক হয়ে নির্যাতনের শিকার হয়েছেন কয়েকশ’। আর জেলখানায় বন্দি হয় ১২৭ যুবক। সাগরে ডুবে মারা গেছে ২৫ জন। তবে বেসরকারি হিসেবে এর সংখ্যা দুই থেকে তিনগুণেরও বেশি।
ভুক্তভোগী আরিফুল ইসলাম বলেন, ‘দালালদের লাখ লাখ দিয়েও বিদেশে যেতে পারিনি। লিবিয়ায় আটকের পর জেলাখানায় বন্দি ছিলাম। পরে সরকারের মাধ্যমে দেশে ফেরত এসে সরকারিভাবে কম্পিউটারের প্রশিক্ষণ গ্রহণ করি। এখন দোকান দিয়ে ব্যবসা করছি, বেশ ভালই আছি। তবে, সবাইকে বলবো, কেউ অবৈধভাবে দালালদের মাধ্যমে বিদেশ যাবেন না। তাহলে আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন।’

আরেক ভুক্তভোগী রকিব হোসেন বলেন, ‘আমি লিবিয়ার জেলখানায় ৭ মাস বন্দি ছিলাম। পরে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় দেশে ফেরত আসি। এরপরে ভর্তি হই ফ্রিলান্সিং কোর্সে। এখান থেকে বৈদেশিক মুদ্রা আয় করে সংসার চালাবো। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে সব ধরণের সহযোগিতা করছেন।’

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, ‘মানবপাচার ও অবৈধপথে বিদেশযাত্রা রোধে যুবক-যুবতীদের কম্পিউটার, ফ্রিলাান্সিং, মার্কেটিংসহ নানা প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে বেকাররা সৃষ্টি করতে পারছে কর্মসংস্থান। পাশাপাশি অবৈধভাবে বিদেশযাত্রাও রোধ হচ্ছে।’

মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান বলেন, ‘প্রশাসন থেকে সবসময় বৈধভাবে বিদেশে যেতে বলা হয়। যারা অবৈধভাবে বিদেশ যেতে চায়, তাদের অধিকংাশ দালালদের মাধ্যমে নিঃস্ব হয়ে যায়। তাই, সঠিক পরামর্শ নিয়ে, কেউ বৈধভাবে বিদেশে গেলে কোন অসুবিধা বা ক্ষতিগ্রস্থ হয় না।’
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘মানবপাচাররোধে বিভিন্নস্থানে সভা, সমাবেশ ও র‌্যালীসহ নানা প্রচারণা চালিয়ে যাচ্ছে পুলিশ। এলাকার জনপ্রতিনিধিরা বেশি সচেতন হলে অবৈধভাবে বিদেশযাত্রা অনেকাংশেই কমে আসবে। আর জেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা দালালচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!