রাজৈর(মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন ঢাকা অঞ্চল ও রাজৈর উপজেলা শাখার আয়োজনে করোনায় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
(৮ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
রাজৈরের পৌর মেয়র ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহান নাসরিন। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈ, সহকারি প্রধান শিক্ষক নুরে আলম মাতুব্বর, অভিভাবক সদস্য মাহবুব হোসেন, সিনিয়র শিক্ষক অরুণ চন্দ্র গুহ। এসময় করোনায় ও বন্যায় ক্ষতিগ্রস্ত অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক ৫০ টি পরিবারকে চাল, ডাল, তেল, লবন, আটা ও আলু বিতরণ করা হয়।
Leave a Reply