মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২ট টায় রাজৈর থানার হলরুমে মাদারীপুর জেলা পুলিশের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাদারীপুর জেলা পুলিশ সুপার মো সাইফুজ্জামান।
পুলিশ সুপার মো সাইফুজ্জামান বলেন, শুধুমাত্র পুলিশের দ্বারা মানব পাচার প্রতিরোধ সম্ভব নয়। আমাদের সবারই সচেতন থেকে মানব পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে, তাহলেই সমাজ থেকে এই মানব পাচারের মত জঘন্য অপরাধ দূর হবে। প্রবাসে যারা যেতে চান তারা অবশ্যই বৈধ পথে জেনে বুঝে যাবেন।আমরা আর আমাদের সন্তানকে হারাতে চা্ই না।
এ সময় মআরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক, এএসপি শিবচর সার্কেল আজমীর হোসেন, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান, প্রবাসী কল্যান পরিষদের উপদেষ্টা মেজবা্উল ইসলাম(বাবু) হাওলাদার ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এসময় সচেতনতা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
সম্প্রতি লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ২৩ বাংলাদেশীর মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার ১০জন ও পার্শ্ব বর্তী মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের দুই জন রয়েছে। ।
Leave a Reply