মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে জেলা পর্যায়ে প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ বছর মাদারীপুর জেলায় মোট ৩১০০টি কেন্দ্রে ৩৬৬,২৮৯ জন শিশু ও শিক্ষার্থীকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আবদুল্লাহ হির রাফি অঝোর স্লাইড প্রদর্শনের মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সভায় বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফলভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা.এসএম খলিলুজ্জামান হিমু। উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার কানিজ ফারহানা, সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, সাংবাদিক বেলাল খান, এসআর সফিক স্বপন, বেলাল রিজভী, আয়শা আকাশী, অজয় কুন্ডু, এসএম আরাফাত হাসান, সাব্বির হোসেন আজিজ, ইমদাদুল হক মিলনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।