1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপি ফুলানো ফানুসের মতো, লিক হলেই ফুসকে যাবে: শাজাহান খান - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
পল্লবীতে ডাকাতি’র প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেফতার মাদারীপুরে তিনটি আসনে লড়বেন ২৭ প্রার্থী মাদারীপুরে জাকির কাজীর ভয়ে আতঙ্কিত দুটি গ্রামের মানুষ যারা নির্বাচনকে বালচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে -মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান এদেশের মানুষ ভোট দিয়ে ১৫ বছর বন্দী ছিল, গুম-নির্যাতনের শিকারও হয়েছে: মাদারীপুরে  উপদেষ্টা আদিলুর রহমান খান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে আমার দলের সম্পর্ক না আত্মার সম্পর্ক-আনিসুর রহমান খোকন রাজৈরে জমিজমা বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইসলামী জোটের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান গেট বন্ধ করে দেয়ায় মাদারীপুরে সাংবাদিকসহ ৪টি পরিবার অবরুদ্ধ

বিএনপি ফুলানো ফানুসের মতো, লিক হলেই ফুসকে যাবে: শাজাহান খান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৪.৪২ পিএম
  • ৩৮৫ জন পঠিত

মাদারীপুর  প্রতিনিধি।:

বিএনপির ১০ দফা ও সরকার মেরামতের রূপরেখার সমালোচনা করে আ’লীগের সভাপতিম-লীয় সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি এখন ফুলানো ফানুসের মতো হয়ে গেছে। যখন একটু লিক করবে তখনই ফুসকে যাবে। তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় মাদারীপুর উৎসবের আনন্দ র‌্যালী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপি শুধু এখন নয়, শেখ হাসিনা সরকার গ্রহণ করার পর থেকেই ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের মানুষকে বিভিন্ন মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছে। কিন্তু এদেশের মানুষ তাদের কথায় বিভ্রান্ত হয়নি। এখন ১৪ বছর পর এসে বিভিন্ন রূপরেখা আর সরকার মেরামতের নামে যে কথা বলছে, তা মানুষ গ্রহণ করেনি। বরং তাদের প্রত্যাখান করায় তারা ব্যর্থ হয়েছে। রূপরেখা কখনোই সফলতার মুখ দেখবে না।’
বিএনপিকে নির্বাচনে আসার আমন্ত্রণ জানিয়ে শাজাহান খান আরো বলেন, ‘যতই আন্দোলন-সংগ্রাম করুন না কেন। এই নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। আমি বিএনপিকে আহবান করবো, নির্বাচনী পরিবেশ রক্ষা করে আগামীতে নির্বাচনে আসুন। জনগন যদি আপনাদের রায় দেয়, আমরা মেনে নিবো। কিন্তু আন্দোলনের নামে জ্বলাও পোড়াও করলে সরকার বসে থাকবে না। তাহলে সমুচিত জবাব দেয়া হবে।’

এসময় শাহাজান খান মাদারীপুর জেলার ইতিহাস, ঐহিত্য, সাহিত্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে ১২ দিন ব্যাপী ‘মাদারীপুর উৎসব’ উপলক্ষ্যে আনন্দ র‌্যালীতে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাখাওয়াত সেলিম, কৃষক লীগের সদস্য সাকিলুর রহমান সোহাগ। এছাড়াও পৃথকভাবে একই সময় মাদারীপুর জেলার ৫টি উপজেলায় শোভাযাত্রা করা হয়। পরে শাজাহান খান জেলার বিভিন্ন উন্নœয়নমূলক কর্মকা-ে অংশ নেয়। আনন্দ র‌্যালীতে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!