1. : deleted-lq3vXzn1 :
  2. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  3. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  4. jmitsolutionbd@gmail.com : support :
  5. : wp_update-1720111722 :
মানিকগঞ্জে রুকসানা (৩৬) হত্যার রহস্য উদঘাটন। হত্যাকারী মোঃ রুবেল (৩৭)’কে ৮ ঘন্টার মধ্যে দারুস সালাম থেকে গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষে রাজৈরে ছাত্রদলের মানববন্ধন সাংবাদিকদের সহযোগিতায় মাদারীপুরকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই: মাদারীপুর জেলা প্রশাসক  মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ভাইকে কুপিয়ে জখম রাজনীতির পাশাপাশি সামাজিক কাজও করছে যুবদল: কাজী হুমায়ুন ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্প মাদারীপুরেই রাখার দাবীতে ১০ দিনের আলটিমেটাম ডাসারে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ নদী দূষণ ও অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত করার এখনই উপযুক্ত সময়: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন কালকিনিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন ঘুম থে‌কে দে‌রি‌তে উঠায় মাদারীপুরে বাবার হাতে কলেজ পড়ুয়া মেয়ে খুন  কোন রাজনৈতিক দল তাদের কর্মীদের একবেলা খাওয়াতে পারবে না: ওপেন চ্যালেঞ্চ দিলেন জাকের পার্টির নেতা

মানিকগঞ্জে রুকসানা (৩৬) হত্যার রহস্য উদঘাটন। হত্যাকারী মোঃ রুবেল (৩৭)’কে ৮ ঘন্টার মধ্যে দারুস সালাম থেকে গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১১.১৩ এএম
  • ৫৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ মানিকগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর ও আলোচিত রুকসানা (৩৬) ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু এবং ভিকটিমের মোবাইল উদ্ধারপূর্বক হত্যাকারী মোঃ রুবেল (৩৭)’কে ৮ ঘন্টার মধ্যে দারুস সালাম থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২৫ নভেম্বর ২০২৪ রাত ১১.৩০ ঘটিকায় তথ্য প্রযুক্তির সহায়তায় সিপিসি-৩, র‌্যাব-৪ এর একটি চৌকশ আভিযানিক দল মানিকগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর ও আলোচিত রুকসানা (৩৬) ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু এবং ভিকটিমের মোবাইল উদ্ধারপূর্বক হত্যাকারী মোঃ রুবেল (৩৭)’কে ৮ ঘন্টার মধ্যে ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরনে জানা যায় যে ভিকটিম রুকসানা (৩৬) নওগাঁ জেলার আত্রাই থানাধীন সাহাগোলা সাকিনে বসবাস করতো। প্রায় ১৮ বছর পূর্বে ভিকটিম ইসলামী শরীয়ত মোতাবেক একই সাকিনে বসবাসরত মোঃ সাহেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বৈবাহিক জীবনে ভিকটিমের সাথে তার স্বামীর প্রায়শই পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের এক পর্যায়ে তারা উভয়েই বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে আলাদা হয়ে যায়। ভিকটিম বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর জীবিকা নির্বাহের তাগিদে ঢাকায় চলে আসেন এবং গণস্বাস্থ্য হাসপাতাল সাভারে চাকরি নেন। উক্ত মেডিকেলে সেবা নিতে আসা বিবাদী রুবেল (৩৭) এর সাথে ভিকটিমের পরিচয়ের এক পর্যায়ে তারা উভয়েই মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে উভয়ের সম্মতিতে ২০২২ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর থেকে বিবাদী কোনো জীবিকা নির্বাহ না করে ভিকটিমের জীবিকার উপর নির্ভরশীল হয়ে পড়ে। ভিকটিম বিবাদীকে জীবিকা নির্বাহের জন্য তাগিদ দিলেও বিবাদী ভিকটিমের কথায় কোন কর্ণপাত না করে তার উপর আরো নির্ভরশীল হয়ে পড়ে।

উক্ত বিষয় নিয়ে তাদের উভয়ের মধ্যে প্রায়শই দ্বন্দ্ব লেগে থাকতো। ভিকটিম ঘটনার ৭ দিন পূর্বে বিবাদীকে আবারো জীবিকা নির্বাহের তাগিদ দেয় এবং বিবাদী কোন কাজ না করলে ভিকটিম তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটাবে মর্মে জানায়। বিবাদী ভিকটিমের এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে গত ২৪নভেম্বর ভিকটিমকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে রাত্রি যাপনের উদ্দেশ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে রংধনু আবাসিক হোটেলের ৫ম তলায় দক্ষিণ পাশে ৫২৬ নং কক্ষে উঠে। পূনরায় আবাসিক হোটেলে পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ভিকটিম রাত অনুমান ৩.৪০ ঘটিকায় ঘুমিয়ে পড়লে বিবাদী তার সাথে থাকা ধারালো চাকু দ্বারা ভিকটিমকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু নিজ হেফাজতে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অতঃপর গত ২৫ নভেম্বর সকালে রংধনু হোটেলের ম্যানেজার ৫২৬ নং কক্ষের সামনে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে চলে যায়। পরবর্তীতে হোটেল ম্যানেজার একই দিন দুপুরে পুনরায় ডাকাডাকি করে শব্দ না পেয়ে কক্ষের দরজা ধাক্কা দিলে দরজা খুলে গেলে ভিকটিমের গলাকাটা মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ও র‌্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্প’কে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক মৃতদেহ মর্গে প্রেরণ করে।

উক্ত ঘটনার রহস্য উদঘাটনে র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও হোটেলের সিসিটিভি ফুটেজ সংরক্ষনপূর্বক ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার রহস্য উদঘাটনপূর্বক ঘটনার সাথে জড়িত অভিযুক্ত মোঃ রুবেল’কে উপরে উল্লেখিত স্থান হতে আটকপূর্বক তার দেয়া তথ্যের ভিত্তিতে বিবাদীর ভাড়াকৃত মিরপুর-১ টোলারবাগ ০৩নং গেইট সংলগ্ন জনৈক জসীমের ০৫ তলা বিশিষ্ট ভবনের নিচতলায় বিবাদীর শয়ন কক্ষ হতে তার ব্যবহৃত কাধে ঝুলানো ব্যাগ হতে নিজ হাতে বের করে দেওয়া মতে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু এবং ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়। আটকের পর অভিযুক্ত মোঃ রুবেল (৩৭)’কে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করে। উক্ত ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION