মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ( বিডিএস) রাজৈর শাখার গণশুনানী সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৮ ডিসেম্বর শনিবার) বিকেলে রাজৈর গোপালগঞ্জ সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি রাজৈর শাখার ব্যবস্থাপক মো নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিএসের চীফ অপারেটিং অফিসার ( সিওও) মো গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মো মজিবুর রহমান আকন, বিডিএসের চৈতালি মহিলা সমিতির সভাপতি চুমকি বেগম, বনিক পুরুষ সমিতির সদস্য দেবতোষ বোসসহ প্রমূখ।
এসময় বিডিএসের সদস্য শান্তি বেগমের স্বামী জহিরুল আলী মুন্সির মৃত্যুর পরবর্তী দাফনের জন্য নগদ তিন হাজার টাকা প্রদান করা হয় বিডিএসের পক্ষ থেকে।
গণশুনানীতে সদস্যরা বলেন, ঋণের পরিমাণ বাড়াতে হবে, মেয়াদ বাড়াতে হবে, বৈদেশিক ঋন কার্যক্রম শুরু করতে হবে, ব্যবসা বান্তব ঋন দিতে হবে, মৌসুমি ঋন, মানবিক সেবা কার্যক্রম ও ডিপিএস করার আহবান করার দাবী করা হয়।
Leave a Reply