মাদারীপুর প্রতিনিধি। সমন্বিত সরকারি অফিস ভবন অফিসার্স এসোশিয়েশন এর কার্যালয়, সমন্বিত অফিস ভবনের ক্যাফেটেরিয়ার উদ্ধোধন ও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোছা. ইয়াসমিন আক্তার (যুগ্ম-সচিব) এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমন্বিত সরকারি অফিস ভবন অফিসার্স এসোশিয়েশন এর উদ্যোগে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, , বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত জেলা প্রশাসক
ফাতিমা আজরিন তন্বী ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও , সমন্বিত সরকারি অফিস ভবন অফিসার্স এসোশিয়েশন সভাপতি মো. শহীদুল ইসলাম মুন্সির সভাপতিত্বে ও সমাজ সেবা কার্যালয় সহকারি পরিচালক ও স,স,অ,ভ,অ,এসোশিয়েশন সাধারণ সম্পাদক মো: আফজাল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন সমন্বিত ভবনের (৩৭ টি দপ্তরের) অফিস প্রধান ও এসোসিয়েশন এর সদস্যবৃন্দ। বক্তব্য মঞ্চের অতিথিদের ছাড়াও বক্তব্য রাখেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ও কোষাধ্যক্ষ (স,স,অ,ভ অ,এ) মো. আলমগীর হোসেন, জেলা নির্বাচন অফিসার মো.ফরিদ আহমেদ, , সহকারী পরিচালক (দুদক) মো আক্তারুজ্জামান, মাদারীপুর বিআরডিবি উপপরিচালক মো. হাবিবুর রহমান ।
মিনি সচিবালয় খ্যাত মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনটি জেলার প্রান। প্রতিদিন হাজার হাজার সেবা প্রত্যাশিত মানুষ এর আগমনে এটি সরগম থাকে। একই ভবনে অনেক অফিস থাকায় সেবা গ্রহীতাদেরও ভোগান্তির নিরসন হয়েছে।
দীর্ঘদিনের প্রতিক্ষার পর এসোশিয়েশন এর কার্যালয় ও ক্যাফেটেরিয়া উদ্ধোধনের মধ্য দিয়ে নতুন মাত্রা যোগ হল। বিদায়ী অতিথি কে এসোসিয়েশন এর পক্ষ থেকে সন্মাননা স্মরণ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
রাতের ডিনার পার্টিতে আমন্ত্রিত অতিথি ও এসোসিয়েশনের সন্মানিতবৃন্দের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য ১২২ নং কক্ষ টি এখন থেকে সমন্বিত সরকারি অফিস ভবন অফিসার্স এসোশিয়েশন এর কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে।
২০২২ সালের ১২ সেপ্টেম্বর, সমন্বিত সরকারি অফিস ভবন অফিসার্স এসোশিয়েশন প্রতিষ্ঠিতা কালীন সময় থেকেই সভাপতির দায়িত্ব পালন করে আসছেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সি।