1. : deleted-lq3vXzn1 :
  2. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  3. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  4. jmitsolutionbd@gmail.com : support :
  5. : wp_update-1720111722 :
মাদারীপুরে ইউপি সচিবকে ঘুষি মারলেন চেয়ারম্যানের সহযোগি - Madaripur Protidin
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের রাজস্বের ঘাটতি মেটাতে কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে- মাদারীপুরে খাদ্য উপদেষ্টা শেখ হাসিনা ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মাদারীপুরে জামায়াত সেক্রেটারী  পুরানো কাগজ খুজতে গিয়ে একটি পুরানো স্মৃতি হাতরে পেলাম কালকিনিতে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ মুকসুদপুরে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত । অন্তবর্তী সরকারও পতিত হাসিনার মতো কাজ করছে: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান সভাপতি কাজী লিটন, সম্পাদক ইউসুফ চৌধুরী ডাসার উপজেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক দলের কমিটি গঠন মা-ছেলের মধুর সর্ম্পক থেকে বঞ্চিত করেছিল হাসিনা: আসাদুজ্জামান পলাশ মাদারীপুরে তিন খুনের ঘটনায় গ্রেফতার ১১: হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে জোড়া হত্যা মামলার আসামী মুকুল বেপারি ও অন্য মামলায় বেলায়েত মৃধা কে গাজীপুর গ্রেফতার করেছে র‌্যাব

মাদারীপুরে ইউপি সচিবকে ঘুষি মারলেন চেয়ারম্যানের সহযোগি

  • প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৬.৩৬ পিএম
  • ৪৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সচিবকে ঘুষিসহ মারধরের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন খানের বিরুদ্ধে। মাসিক সভার রেজুলেশন খাতা বাড়িতে নিতে বাধাঁ দিলে চেয়ারম্যানের উপস্থিতিতে তার সহযোগি খোকন হাওলাদার ইউপি সচিবকে ঘুষি মারে। তবে অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান ও তার সহযোগি। রবিবার (৫ জানুয়ারী) দুপুরে বিষয়টি জানাজানি হলে টনক নড়ে প্রশাসনের। তাই অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দেন জেলা প্রশাসন।

ইউপি কার্যালয়ে গিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান দীর্ঘ দিন ধরে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল হক সরদার। শনিবার দুপুরে জরুরি একটি বিষয় নিয়ে পরিষদে ইউপি সদস্যদের নিয়ে একটি সভা চলছিল। এসময় হঠাৎ ইউনিয়ন পরিষদে কিছু লোক নিয়ে আসেন চেয়ারম্যান সোহরাব হোসেন। এসে ইউপি সচিব আব্দুস সোবাহান সরদারকে ‘তাকে’ ছাড়া কেন সভা করা হচ্ছে, এ বিষয় জানতে চান। এতে ইউপি সচিব চেয়ারম্যানকে সভার বিষয়বস্তুু অবহিত করেন। কিন্তু তাতে ক্ষেপে যান চেয়ারম্যান। কথা কাটাকাটির এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের মাসিক রেজুলেশন খাতা তার বাড়ীতে নিয়ে যেতে চায়। তখন সচিব তাকে বাঁধা দেয়। এ কথা শুনে চেয়ারম্যানের সাথে থাকা খোকন হাওলাদার সচিবকে ঘুষি মারে। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রন করে। যদিও পরে চেয়ারম্যান ও তার সহকারী সচিবের কাছে ক্ষমা চেয়ে বিদায় নেয়।

এবিষয়টি জানাজানি হলে রবিবার দুপুরে কার্যালয়ে এসে প্রতিবাদ জানায় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা। এসময় কয়েকজন ইউপি সদস্য জানান, দীর্ঘদিন বকেয়া থাকা স্বাক্ষর করতে বাধাঁ দেয়ায় ইউপি সচিবের উপর হামলা করা হয়। এছাড়া জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সেবার নামে অতিরিক্ত টাকা আদায় করা হয় জনগনের কাছ থেকে। জন্ম নিবন্ধনে ৫০ টাকার স্থলে ৩০০ থেকে ৩৫০ টাকা নেয়া হয়। এছাড়া ইউনিয়নে সরকারী গভীর নলকূপ ২৫ থেকে ৩০ হাজার টাকা দিয়ে কিনে নিতে হয়। অন্য ইউনিয়ন ও তাদের ইউনিয়নের মধ্যে যেন কোন বৈষম্য না থাকে তার দাবি জানান ইউপি সদস্যরা। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার নেতৃত্ব দেয়ার অভিযোগও করেন ইউপি চেয়ারম্যান সোহরাব খানের বিরুদ্ধে।

স্থানীয় শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘শনিবার বিকেল ৪ টার দিকে কয়েকজন লোক নিয়ে পরিষদে আসেন চেয়ারম্যান। চেয়ারম্যানের সাথে থাকা খোকন হাওলাদার নামে একজন সচিবকে ঘুষি মারে। চেয়ারম্যান কয়েকটি থাপ্পর মারে। পরে তারা কয়েকজন পরিবেশ শান্ত করেন। সচিবকে এভাবে লাঞ্ছিত করার উচিৎ হয়নি। এর বিচার হওয়া দরকার।’

ইউপি সদস্য মাসুদুর রহমান বলেন, ‘শুনেছি সচিরেব গায়ে হাত দেয়ার বিষয়টি দু:খজনক। তাদের বিচার হওয়া দরকার। বিগত ৩ বছর ইউনিয়নের সব ধরনের কাজ নিজের ইচ্ছেমত করেছেন চেয়ারম্যান। তখন তার দল ক্ষমতায় ছিল করছে। এখনও কেন তার সেই আচরনের কোন পরিবর্তন হয়না।’

ইউপি সদস্য হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘ইউপি সচিবকে লাঞ্চিত করার ঘটনা খুব কমই ঘটেছে মাদারীপুরে। বিগত দিনে চেয়ারম্যান কাউকে তোয়াক্কা করেননি। নিজের ইচ্ছে মত করেছে। জন্ম নিবন্ধন করতে জনগনের কাছ থেকে টাকা না নিলে চেয়ারম্যান তাতে স্বাক্ষর করেন না। সরকারীভাবে আসা গভীর নলকূপে হাজার টাকায় কিনে নিতে হয়েছে চেয়ারম্যানের কাছ থেকে। তার বিরুদ্ধে জেলা প্রশাসন ব্যবস্থা নিবে এটাই দাবি।’
অভিযোগের বিষয় ইউপি সচিব আব্দুস সোবাহান সরদার বলেন, ‘চেয়ারম্যানের সাথে থাকা লোকজন তাকে ঘুষি মারে। চেয়ারম্যানের একটি থাপ্পরও লাগে। পরে চেয়ারম্যান ও খোকন হাওলাদার ক্ষমা চায়। যেহেতু ঘটনাটি ঘটে গেছে এবং ক্ষমা চেয়েছেন তারা। আল্লাহর দিকে চেয়ে তাদের ক্ষমা করে দিয়েছি।’
অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান সোহবার হোসেন খান বলেন, ‘অভিযোগগুলো মিথ্যা। কয়েকজন ইউপি সদস্য ষড়যন্ত্র করে এসব করাচ্ছে। ইউপি সচিবের গায়ে হাত দেয়ার কারনে ক্ষমা চাওয়ানো হয়েছে। আমি নিজেও ক্ষমা চেয়েছি।’
মাদারীপুর জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার বলেন, ‘ঘটনাটি শুনেছি। চেয়ারম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION