অফিস রিপোর্টঃ রাজধানীর পল্লবী থানাধীন এলাকা হতে আলোচিত কিশোরগ্যাং কুখ্যাত ‘‘কানকাটাগ্রুপ’’এর অন্যতম প্রধান সদস্য মোঃ রাকিব @ ড্যান্ডি রাকিব(২২)’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব জানায়, র্যাব-৪ খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশারমরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহতআছে। বর্তমানে রাজধানীতে বহুল আলোচিত বিপদগামী কিশোরগ্যাং বিভিন œধরনের সন্ত্রাসী, চাঁদাবাজী, ছিনতাই, নারীদের ইভটিজিংসহ মাদক সেবন ও ব্যবসায় ওৎ প্রোতভাবে জড়িয়ে পড়ছে। এ ধরনের বিপথগামী কিশোর অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদাসচেষ্ট। এরই ধারাবাহিকতায় ২৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থেকে কুখ্যাত‘‘কানকাটাগ্রুপ’এর অন্যতম সদস্য মোঃরাকিব @ ড্যান্ডি রাকিব(২২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানাযায়, রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় বেশ কিছ ুকিশোরগ্যাং সক্রিয় রয়েছে যার মধ্যে কিশোরগ্যাং‘‘কানকাটাগ্রুপ‘’এর ১০-১৫ জন সক্রিয় সদস্য রয়েছে। কানকাটা গ্রুপ রাজধানীর বিভিন্ন জায়গা-জমি দখল, দখলবাজদের পক্ষ হয়ে ভাড়াটিয়া হিসেবে কাজ করে ও বিভিন্ন চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম করত বলে জানাযায়। এই্গ্রুপের সদস্যরা কানকাটার মাধ্যমে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এই গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। চিহ্নিতএসব বেপরোয়া ও মাদকসেবী কিশোরগ্যাং এর সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে কিশোরগ্যাং‘‘কানকাটাগ্রুপ’’ এর উপর বেশ কিছুসংবাদ প্রকাশিত হয়।
Leave a Reply