টেকেরহাট (মাদারীপুর) সংবাদদদাতা। রাজৈরে টাকার লোভ দেখিয়ে এক শিশুকে(১১) বলাৎকার করার অভিযোগ উঠেছে পাশের বাড়ীর কথিত নানা মুজা কারিকর(৫০)। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের পশ্চিম মহেন্দ্রদী গ্রামের কারিকর বাড়ীতে শুক্রবার দুপুর তিনটার দিকে। এ সময় মুজা কারিকরের স্ত্রী সন্তানদের নিয়ে পিত্রালয়ে ছিল। পুলিশ মুজা কারিকরকে গ্রেফতার করতে অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্যাতনের শিকার শিশুটি পার্শ্ববর্তী ফরিদ শেখের ছেলে।
ীীএলাকাবাসী জানায়, ঐ শিশুটি মুজা কারিকরকে নানা বলে ডাকতো। এ সুবাদে ঐ শিশুটিকে মুজা টাকার লোভ দেখিয়ে ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায় এবং বলাৎকার করে। শিশুটির চিৎকারে বাড়ীর অন্যান্য লোক এগিয়ে আসলে মুজা কারিকর পালিয়ে যায়। পরে আিহত অবস্থায় শশুটিকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতাল ভর্তি করা হয় । রাজৈর উপজেলা হাসপাতালের কর্তব্যরত ডাঃ তমাল জানান, আমাদের এখানে সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় সাথেসাথে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। । রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। আমরা আইনগত ব্যবস্থা নিশ্চিত করবো।