1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে কলেজ শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে আবারো সড়ক অবরোধ মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম র্কমীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ত্রয়োদশ নির্বাচনে মাদারীপুরে ১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ঘোষনা মাদারীপুরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৩ ঢাকায় র‌্যাব-৪ এবং পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযানে ৮৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ধামরাইয়ে বিপুল পরিমান ভেজাল গুড় উৎপাদনের রাসায়নিক উপাদান উদ্ধার ও ধ্বংস। মামলা দায়ের। মাদারীপুরে শিক্ষা খাতে সুশাসন নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত রাজৈরে ভোক্তা অধিকারের অভিযান। বোতলজাত সোয়াবিনে ওজন কম থাকায় দোকানীকে ৪০হাজার টাকা জরিমানা মাদারীপুরে আদালতের রায় পেয়েও জমিতে যেতে পারছেন না কাঠমিস্ত্রী মকবুল ফকির

কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৬.৩১ পিএম
  • ১৯২ জন পঠিত

অফিস রিপোর্ট:৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস- জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি নৃশংস অপরাধে জাড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল ১৬ অক্টোবর ২০২৫ তারিখ বিকালে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে কেন্দ্রীয় কারাগার হতে পলাতক রাজধানীর দারুস সালাম থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ৯ বছরের শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাাপ্ত আসামী মোঃ জানে আলম (৩৩)’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, মোঃ জানে আলম (৩৩) ৯ বছরের শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাাপ্ত আসামী। সে উক্ত মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুরে বন্দী থাকা অবস্থায় গত ০৬ আগষ্ট ২০২৪ দেশব্যাপী সহিসংতা ও সরকার পতনের উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে সকালে কারাগারের ভিতরে থাকা অন্য আসামীদের সাথে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে এবং কারাগরের ভিতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে। পরবর্তীতে তারা ২৫ জন কারারক্ষীকে গুরুতর আহত করে বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভেঙে মই বানিয়ে দুপুর ২ টার দিকে বাউন্ডারীর টপকে পলায়ন করে। পলায়নকালে আসামীরা অনেক ভাংচুর করে প্রায় ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে এবং বিভিন্ন সরকারী নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলে।

উক্ত ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানায় জেল পলাতক আসামীদের নামে একটি মামলা দায়ের করে। উক্ত আসামী গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে বসবাস করছিল। পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে ১৬ অক্টোবর ২০২৫ বিকালে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হতে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ জানে আলম (৩৩)’কে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২৭ মে ২০১১ তারিখ আসামী জানে আলম ও তার সহযোগীরা মিলে ৯ বছরের শিশু সালমান সামিকে অপহরন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে মুক্তিপণের টাকা না পেয়ে শিশু সালমানকে নৃশংসভাবে হত্যা করে। উক্ত ঘটনায় দারুস সালাম থানায় হত্যা মামলা রুজু হয়। মামলায় আসামী জানে আলমসহ তার সহযোগীদের দোষীসাব্যস্ত করে বিজ্ঞ আদালত মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন। পরবর্তীতে আসামী মোঃ জানে আলমকে গ্রেফতার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুরে রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!