1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার ধামরাইয়ে ৭ দিনের নবজাতক শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবীর ঘটনায় ২ জন অপহরনকারীকে অভয়নগর থেকে গ্রেফতার, নবজাতক শিশু উদ্ধার। - Madaripur Protidin
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৃহকর্তা  সৌদি, স্ত্রী কারা হেফাজতে । বাড়িতে দূর্ধষ চুরি, মালামাল লুটের অভিযোগ।  মাদারীপুরের শিবচরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ র‌্যাব ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথ অভিযান । নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্মমানেল কয়েল উদ্ধার। প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ

ঢাকার ধামরাইয়ে ৭ দিনের নবজাতক শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবীর ঘটনায় ২ জন অপহরনকারীকে অভয়নগর থেকে গ্রেফতার, নবজাতক শিশু উদ্ধার।

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৬.৪৩ পিএম
  • ৩৩৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ আলোচিত ঢাকা জেলার ধামরাইয়ে ৭ দিনের নবজাতক শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবীর ঘটনায় জড়িত ২ জন অপহরনকারীকে যশোরের অভয়নগর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব; নবজাতক শিশু উদ্ধার।

র‌্যাব জানায়, আপনারা জানেন, যেখানেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, নারী ও শিশু পাচার/নির্যাতন/অপহরণ এর কোন ঘটনা ঘটেছে; র‌্যাব তৎক্ষণাৎ ভিকটিম অথবা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে। শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে বিল পরিশোধ সংক্রান্ত দ্বন্দে চিকিৎসাধীন জমজ  ২ শিশুর একজন মারা গেলে র‌্যাব জড়িতদের আইনের আওতায় নিয়ে আসে এবং অপর জমজ শিশুর চিকিৎসা সেবা নিশ্চিত করে এবং সাম্প্রতিক সময়ে খুলনায় ৬ মাসের শিশুকে অপহরণের ঘটনায় ২ জন অপহরণকারীকে গ্রেফতারসহ বিভিন্ন সময়ে শিশু অপহরণ ও নির্যাতনের মত মানবতা বিবর্জিত অপরাধে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে র‌্যাব। প্রতিষ্ঠালগ্ন হতে এযাবত পর্যন্ত অপহরণের সাথে জড়িত ৪ হাজারের অধিক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন হতে এযাবত পর্যন্ত অপহরণকৃত প্রায় তিন হাজার নারী-পরুষ ও শিশুকে উদ্ধার করেছে।

গত ২৬ ফেব্রুয়ারি রাত ০৮ টার সময় ঢাকা জেলার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় মিলি আক্তার নামের এক নারীর বাসায় পরিচিত রুবেল ও তার স্ত্রী দেখা করতে আসলে তাদের নিকট তার ৭ দিনের নবজাতক ছেলেকে রেখে ঔষধ ক্রয়ের উদ্দেশ্যে ভিকটিমের মা বাসা থেকে বের হয়। পরবর্তীতে ২০ মিনিট পর ফিরে এসে মিলি আক্তার তার বাসায় নবজাতক শিশুসহ রুবেলকে না পেয়ে সারা রাত পাশর্^বর্তী বিভিন্ন স্থানে তাদের সন্ধান করে। পরদিন ২৭ ফেব্রুয়ারি ঢুলিভিটা বাজার কমিটির কাছ থেকে রুবেল এর বাসার ঠিকানা নিয়ে বাসায় গেলে বাসা তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় এবং একই সাথে তাদের মোবাইল ফোন বন্ধ পায়। গত ২৮ ফেব্রুয়ারি রুবেল মোবাইল ফোন চালু করে নবজাতক শিশুকে নেয়ার বিষয়টি অস্বীকার করে মোবাইল বন্ধ করে দেয়। পরবর্তীতে ১ মার্চ রুবেল অন্য একটি নাম্বার দিয়ে ভুক্তভোগী মিলি আক্তারকে ফোন করে জানায় নবজাতক ফিরিয়ে দেয়ার জন্য ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা না দিলে নবজাতককে মেরে ফেলারও হুমকি দেয়। ভুক্তভোগী মিলি আক্তার তার নবজাতক শিশুকে ফিরে পেতে র‌্যাব-৪ এর সহায়তা চেয়ে উক্ত বিষয়ে অভিযোগ দাখিল করেন। আলোচিত এই অপহরণের ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ফলশ্রুতিতে র‌্যাব অপহরণকৃত নবজাতক শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল যশোর জেলার অভয়নগর থানাধীন আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী দম্পতি মোঃ রুবেল শেখ (৩৫), পিতাঃ মৃত আব্দুল মজিদ শেখ এবং তানিয়া আফরোজ (২৩), স্বামী-রুবেল দিঘলীয়া, খুলনাদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় অপহৃত ৭ দিনের নবজাতক শিশুটিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বর্ণিত অপহরণের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে এবং বর্নিত ঘটনার সত্যতা স্বীকার করে।

গ্রেফতারকৃত রুবেল খুলনার একটি বিদ্যালয় থেকে প্রাথমিক পর্যন্ত পড়াশোনা করে। জীবিকার তাগিদে ৭/৮ বছর পূর্বে রাজধানী ঢাকায় আসে। সে পেশায় একজন গামেন্টর্সকর্মী পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করত। রুবেল ইতিপূর্বে একাধিক বিবাহ করেছে বলে জানা যায়। এছাড়াও, স্থানীয় সূত্রে জানা যায় যে, সে ইতিপূর্বে ধর্ষণ চেষ্টা, অপহরণসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল।

গ্রেফতারকৃত তানিয়া আফরোজ একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। গত ০৩ বছর পূর্বে গ্রেফতারকৃত রুবেল তানিয়ার পরিবারের অমতে তানিয়াকে বিবাহ করে ধামরাই ঢুলিভিটা এলাকায় বসবাস করতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!