মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরের মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে কাভার্ডভ্যান (ঢাকামেট্রো উ ১২-০৮২৭) উঠে গেল দোকানের উপরে উঠে বেড়িয়ে যায় । এসময় এসময় দোকানঘরটি ভেঙ্গে সম্পুর্ন চুর্নবিচুর্ন হয়ে যায় এবং দোকানদার ইলিয়াচ সরদার(৪০) নিহত হয়েছে । আহত হয়েছে নিহত ইলিয়াচের মেয়ে লাবনী(১২) ও খরিদ্দার সওকত সরদার (৩৫)। বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর থানাধীন সমাদ্দার নামক স্থানে। নিহত ইলিয়াচ সরদার নয়াকান্দি বাজিতপুর গ্রামের মন্নাত সরদারের ছেলে।
মস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান জানান, দুপুর একটার দিকে মাদারীপুর সদর থানার সমাদ্দার ব্রিজের নিকট ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে বরিশালগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দোকানের উপর উঠে ভেঙ্গেচুরে বেড়িয়ে যায়। এসময় দোকানঘরটি ভেঙ্গে সম্পুর্ন চুর্নবিচুর্ন হয়ে যায়। এবং দোকানে থাকার ইলয়াচ সরদার নিহত হয় ও দোকানে থাকা নিহতের মেয়ে ও খদ্দিার আহত হয়। স্থানীয় জনতা উদ্ধার আহতদের মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।