টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা: আসন্ন মাদারীপুরের রাজৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নাজমা রশীদকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এখবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে আওয়ামীলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।
পৌর আওয়ামীলীগের আহবায়ক মো: মতিয়ার রহমান জানান, ১২ জন সম্ভাব্য প্রার্থীর মধ্যে নাজমা রশীদসহ ১০ জন ছিল আওয়ামীলীগ দলীয়। এদের মধ্যে ৭ জন দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছিল।
নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ১৫ই নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৭ই নভেম্বর বাছাই , ২৩ শে নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১০ই ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজৈর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা নাজমা রশিদ পরপর তিন বার রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত হারুন উর রশিদ মোল্যার ছোট মেয়ে ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমীন মোল্যার বোন । সে বর্তমানে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছে।
Leave a Reply