জাহাঙ্গীর আলম,মাদারীপুর\
মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে,ঘরে গ্রন্থাগার, এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলার রাজৈর উপজেলার আমগ্রাম সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে আমগ্রাম সাধারণ গ্রন্থাগারের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল পুস্তক পাঠ প্রতিযোগীতা, কবিতা পাঠের আসর, গ্রন্থ প্রদর্শনী ও আলোচনা সভা।
আমগ্রাম সাধারণ গ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত আলাচনা সভায় সভাপতিত্ব করেন গ্রন্থাগারের সভাপতি ও আমগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু। সভার শুরুতে বঙ্গবন্ধু ও জাতীয় গ্রন্থকেন্দ্র” বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক বাবু গৌরাঙ্গ দত্ত। সভায় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন,জাকির হোসেন খান, বাবু গৌরাঙ্গ দত্ত প্রমুখ। সভা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক বাবু কানাই লাল দাস।
Leave a Reply