টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। নিখিল ভারত কংগ্রেসের সভাপতি অম্বিকা মজুমদারের ভ্রাতুষ পুত্র ও সতীশ চন্দ্র মজুমদারের পুত্র সাবেক খাদ্য মন্ত্রী প্রয়াত ফনিভুষন মজুমদারের নামে (ফনিভুষন মজুমদার বালিকা উচ্চবিদ্যালয়)বালিকা উচ্চবিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাবেক উপসচিব, নদী কমিশন সাবেক সদস্য, ফনিভুষন মজুমদার স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুল হক মোল্লা । এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, খিলগাঁও মডেল বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর কানাইলাল সরকার, স্মৃতি সংসদের সাধারন সম্পাদক মনি সুশীল কুমার সরকার, বীর মুক্তযোদ্ধা ইউসুব আলী মিয়া, রাজৈর প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ফনিভুষন মজুমদারের নিজ বাড়ীতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করছেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।
Leave a Reply