অফিস রিপোর্টঃ রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব জানায়, র্যাব-৪ খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উৎঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাব মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর সকাল ৮.২০ ঘটিকায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর পল্লবী থানাধীন কালশী মোড়স্থ এলাকায় অভিযান চালিয় ১৬ কেজি গাঁজা, ৩ টি মোবাইল এবং ৪ টি সীম কার্ডসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সমর্থ হয় গ্রেফতারকৃতরা হলো মোঃ নাজির মিয়া (৩৫), জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও মোঃ রুবেল হক (২৬), জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো।
Leave a Reply