টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের মাদারীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রোববার (১৩-৯-২০) রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে “দ্রব্যমুল্য নিয়ন্ত্রন খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা অধিকার বিরোধী কার্যসমূহ প্রতিরোধকল্পে মনিটরিং অভিযান” পরিচালনা করে । এ সময়ে পচা, গলা ও নিম্মামানের কেকসহ বিভিন্ন প্রকারের খাদ্যপন্য পাওয়ায় দুই বেকারী দোকানীকে ৭০হাজার টাকা জরিমানা করে ।
রাজৈর উপজেলা সেনেটারী ইন্সপেক্ট মোঃ নুরুজ্জামান জানান, মাদারীপুর র্যাব-৮ এর সহযোগিতায় ও মাদারীপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ পরিচালক জান্নাতুল ফেরদৌস এর নেতৃতে অভিযানিকদল পচা, গলা ও নি¤œমানের কেকসহ বিভিন্ন প্রকারের খাদ্যপন্য পাওয়ায় জাহাঙ্গীর বেকারী এন্ড কনফেকশনারীকে ৩৫হাজার এবং বাবুল বেকারী এন্ড কনফেকশনারী ৩৫হাজার মোট ৭০হাজার জরিমানা করে। উপ পরিচালক জান্নাতুল ফেরদৌস স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন- ভোক্তাদের অধিকার রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply