মাদারীপুর সংবাদদাতা ।
মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ ও পালরদী নদীসহ কালকিনি এবং ডাসার উপজেলার বিভিন্ন খাল বিলে অবাধে চলছে নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল (রিং জাল) দিয়ে মাছ শিকার। নিষিদ্ধ কারেন্ট জালের পর এবার ভয়ংকর চায়না জালের ফাঁদে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। ফলে ক্রমেই মাছশূন্য হয়ে পড়ছে এই এলাকার বাজার গুলো। এদিকে ওই অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সাধারন জনগন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করলের রহস্য জনক কারনে তাদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নিচ্ছেন না উপজেলা মৎস্য কর্মকর্তা। এতে করে সচেতন মহলের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে আজ শুক্রবার সকালে পৌর এলাকার নয়াকিন্দ নামকস্থানে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বিক্ষোভ করেছেন স্থানীয় সচেতন মহল। এসময় উপস্থিত ছিলেন পরিতোষ মন্ডল, লিটন মন্ডল, দিনেশ মন্ডল, শৈলেন মল্লিক, প্রশান্ত মন্ডল, বশুরাম মন্ডল, শৈলেন মন্ডল, মিল্টন মন্ডল ও মানিক মোল্লা প্রমুখ।
সরেজমিনে দুই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এক শ্রেণির অসাধু মৎস্য শিকারি বেপরোয়া হয়ে উঠেছে রিং জাল দিয়ে মাছ শিকারে। নদ-নদীতে থাকা মিঠা পানির সব ধরনের দেশীয় সকল ধরনের মাছ এই চায়না জালে ধরা পড়ছে। বিশেষ করে গত কয়েক দিনের অবিরাম বৃষ্টির ফলে নদী, খাল-বিল ও জলাশয়ে পানি বৃদ্ধির ফলে এই প্রজনন মৌসুমে ডিমওয়ালা চিংড়ি, পুঁটি, টেংরা, কই, শিং, মাগুর, তেলাপিয়া, বেলে, বোয়াল, শোল, টাকিসহ প্রাকৃতিক সব মাছ ধরা পড়ছে চায়না জালে। এ জন্য অন্যান্য বছরের তুলনায় এবার মাছের প্রজননও অনেক কম হয়েছে। চায়না জালের মাধ্যমে অব্যাহতভাবে মাছ শিকারের কারণে দেশীয় প্রজাতির মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। আর্থিক সংকটের মুখে পড়েছে শতাধিক জেলে পরিবার।
পরিতোষ মন্ডলসহ বেশ কয়েকজন স্থানীয় সচেতন ব্যক্তি বলেন, অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা উপজেলা মৎস্য অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও তিনি রহস্য জনক কারনে তাদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নিচ্ছেন না।
এ ব্যাপরে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সাধারন জনগনের পক্ষ্য থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply