অফিস রিপোর্টরঃ ্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ২১ সেপ্টেম্বর পটুয়াকালী জেলার দুমকী থানাধীন লেবুখালী ফেরীঘাটের পল্টনের নবীন বরণ পরিবহন হতে একজন কচ্ছপ ব্যবসালী কৃষ্ণ সরকার (৪০), পিতা-মৃত বিষ্ণনাথ সরকার, সাং-মোহনকাঠি, রতনপুর ইউনিয়ন, থানা-আগৈলঝাড়া, জেলা-বরিশালকে আটক করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায়ের সাথে জড়িত বলে স্বীকার করে। আটক কালে তার নিকট হতে ৭ টি কচ্ছপ উদ্ধার করা হয় যার মধ্যে একটির ওজন ৫ কেজি ৯০০ গ্রাম। ধৃত আসামী এবং উদ্ধারকৃত কচ্ছপসহ পটুয়াখালীর দুমকী থানায় হস্তার করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলর দুমকী থানায় একটি মামলা ধায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply