মো. জাফরুল হাসান, কালকিনি
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। আজ সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরিপদ দাস, প্রধান শিক্ষক হোসনে আরা বেগম ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ জিয়াউদ্দিন লিয়াকত প্রমুখ।
Leave a Reply