মাদারীপুর প্রতিনিধি । মাদারীপুরে শিক্ষাখাতে সুশাসন নিশ্চিতকরণও সেবার মানোন্নয়নে অনুষ্ঠিত হলো গণশুনানি। জেলা প্রাথমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিস, মাদারীপুর এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর এর যৌথ আয়োজনে মাদারীপুর সদর উপজেলার শহীদ বাচ্চু উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত গণশুনানিতে কমিউনিটির সেবা গ্রহীতাগণ, সাধারণ নাগরিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী, ছাত্র-ছাত্রী, তরুণ, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী, ব্যবসায়ী, সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সনাক, ইয়েস ও এসিজি সদস্যসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রায় তিন শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন।
২৫ নভেম্বর এ গণশুনানী অনুষ্ঠানের উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্যে মাদারীপুর সনাকের সহ-সভাপতি এনায়েত হোসেন নান্নু বলেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির বাহক, তাই শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনের মধ্য দিয়ে হতে পারে সুশাসনের উন্নয়ন এবং আমাদের প্রজন্ম পেতে পারে মানসম্মত শিক্ষা সেবা। পর্যবেক্ষণে দেখা যায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে সঠিক সময়ে শিক্ষকের বিদ্যালয়ে উপস্থিতি ও পাঠদান, উপকরণের অভাব ও ব্যবহার না করা, শিক্ষক সংকট, ভবনের সংকট, ওয়াশব্লক না থাকা, শতভাগ শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতি নিশ্চিত না হওয়া, প্রতিবন্ধী বান্ধব শিক্ষার অভাব, সহপাঠ্যক্রমিক শিক্ষার ঘাটতি তথা মানসম্মত শিক্ষার পরিবেশ ব্যাহত হয়, এরকম নানাবিধ সমস্যা বিদ্যমান। তাই কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি ও সচেতনতা এবং ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে শিক্ষাখাতে সংকট কাটিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে আমরা একটি কাঙ্খিত জাতি গঠন করতে সক্ষম হবো।
গণশুনানি অনুষ্ঠানে সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের জবাব ও মতামত দেন অনুষ্ঠানের অতিথি ও সেবাদাতা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফরিদুল ইসলাম, এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী । একইসাথে অতিথিবৃন্দ মাদারীপুর জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সার্বিক তথ্য তুলে ধরেন। গণশুনানি অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার; উপজেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা অফিসার, মাদারীপুর সদর, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রশ্নোত্তর পর্বের শেষান্তে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, আমাদের মূল লক্ষ্য উন্নত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য প্রস্তত করা, যাতে তারা একদিকে দেশ প্রেমিক হয়ে গড়ে উঠে, অন্যদিকে অর্জিত উচ্চ শিক্ষার প্রয়োগ করে দেশকে উন্নত করতে ভূমিকা রাখবে। তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ ও শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান এবংবিভিন্ন সংকট উত্তোরনে পারস্পরিক মতবিনিময় ও যৌথ উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। তিনি জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয় গুলিতে বিদ্যমান সমস্যা দূরীকরণের প্রতিশ্রুতি দেন এবং সকল শিক্ষককে সঠিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাদারীপুর বলেন, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলিতে আমরা প্রকৃত শিক্ষার্থী সংখ্যা নির্ণয়ের ব্যবস্থা গ্রহণ করেছি, শিক্ষকদের স্কুলের সময়সূচি মেনে চলতে, দৈনিক সমাবেশ, শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতি নিশ্চিতকরন, উপকরণ ব্যবহার করে ক্লাশগ্রহণ এবংশিক্ষার মানসম্মত পরিবেশ উন্নয়নের জন্য স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, আমাদের সবার আগে স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এজন্য শিক্ষকগণের আন্তরিকতা ও ব্যবস্থাপনা কমিটির সক্রিয় উদ্যোগ ও মনিটরিং দরকার। গণশুনানিতে মাদারীপুর জেলার শিক্ষা কর্তৃপক্ষ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাখাতের উত্থাপিত বেশকিছ ুসমস্যার তাৎক্ষনিক সমাধান দেন এবং চিহ্নিত বিদ্যমান সমস্যাগুলি নিরসনে প্রচেষ্টা গ্রহণের অঙ্গিকার করেন। অতিথিগণ মুক্তভাবে প্রশ্ন করার জন্য কমিউনিটি, সাধারণ জনগন ও সুধী সমাজকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এধরনের অংশগ্রহণমূলক গণশুনানি আয়োজনের জন্য তারা টিআইবি ও সনাককে ধন্যবাদ জ্ঞাপন করেন। শিক্ষা কর্তৃপক্ষ, সনাক, ইয়েস, এসিজি ও সাধারণ জনগণকে সাথে নিয়ে শিক্ষা সেবার মানোন্নয়নে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
মুক্ত আলোচনায় সেবাগ্রহীতাদের পাশাপশি সনাক, ইয়েস ও এসিজি’র প্রতিনিধিবৃন্দ শিক্ষা সেবা সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করেন এবং সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা তুলে ধরেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাকের সহ-সভাপতি আন্না আকতার, সদস্য মহাদেব বর্মন, আশীষ কুমার বৈদ্য। গণশুনানির সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন করেন সনাক এর শিক্ষা উপকমিটির যুগ্ম-আহ্বায়ক ফরিদা ইয়াসমিন লাকী। গণশুনানি অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য প্রফেসর মকবুল হোসেন ও কুমার লাভলু ।