অফিস রিপোর্টঃ কালকিনিতে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার এজাহার নামীয় আসামী মুকুল বেপারি (৪৫)কে গাজীপুর জেলার গাছা থানাধীন ডেগেরচালা থেকে এবং গুরুতর কাটা জখমসহ হত্যা চেষ্টা,অপহরণ ও বিষ্ফোরক দ্রব্য আইনের চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামী বেলায়েত মৃধা (৪৮) কে গাজীপুর জেলার গাছা থানাধীন হারিকেন এলাকায় যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব -৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প।
র্যাব জানায়, র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র্যাব-১, সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৫জানুয়ারী কালকিনি থানার জোড়া হত্যা মামলার এজাহারনামীয় আসামী মুকুল বেপারীকে গাজীপুর জেলার গাছা থানাধীন ডেগেরচালা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে। ধৃত আসামীকে মাদারীপুর জেলার কালকিনি থানা পুলিশের নিকট মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র্যাব-১, সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৬জানুয়ারী গভীর রাতে কালকিনি থানার গুরুতর কাটা জখমসহ হত্যাচেষ্টা,অপহরণ ও বিষ্ফোরক দ্রব্য আইনের চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামী বেলায়েত মৃধাকে গাজীপুর জেলার গাছা থানাধীন হারিকেন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে। ধৃত আসামীকে মাদারীপুর জেলার কালকিনি থানা পুলিশের নিকট মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার বিবরণঃধৃত আসামী মুকুল ব্যাপারী (৪৫), পিতা-মৃত কাঞ্চন ব্যাপারী, সাং-আউলিয়ার চর, থানা-কালকিনি, জেলা-মাদারীপুরসহ তার সহযোগী আসামীদের সাথে ওই মামলার বাদী মতিউর রহমান শিকদার, পিতা-মৃত রফিজউদ্দিন শিকদার, সাং-দক্ষিণ বাশগাড়ী, ভাদুড়ী (শিকদার কান্দি), থানা-কালকিনি, জেলা-মাদারীপুরের পরিবারের সদস্যদের দীর্ঘদিন যাবৎ গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ২৭-১২-২০২৪ সন্ধ্যার দিকে ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা হাতে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র ও হাত বোমা নিয়ে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন বাশগাড়ী, ভাদুরী গ্রামস্থ বাদীর বসত বাড়ীতে হামলা চালায়। তখন ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা বাদীর ছেলে ভিকটিম আক্তার শিকদার(৪৫) এবং বাদীর নাতি ছেলে ভিকটিম মারুফ শিকদার(২০)দ্বয়কে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র রামদা, ছেনদা, লোহার রড, হাত বোমা, সড়কি, চাইনিজ কুড়াল, টেটা, চাপাতি দিয়ে শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত ও হাড়কাটা জখম করে। এতে ঘটনাস্থলেই আক্তার শিকদারের মৃত্যুহয়। স্থানীয় লোকজন এগিয়ে আসতে থাকলে ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ভিকটিম মারুফ শিকদারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় মতিউর রহমান শিকদারবাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানার মামলা নং ১১, তারিখ ৩০-১২-২৪, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪ দায়ের করেন। মামলা পরবর্তী সময়ে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলাটি গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র্যাব-১, সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল আসামী মুকুল বেপারীকে গ্রেফতার করে।
পরবর্তীতে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র্যাব-১, সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৬-০১-২০২৫ তারিখ রাত্র ০৩:৪৫ ঘটিকার সময় কালকিনি থানার গুরুতর কাটা জখমসহ হত্যাচেষ্টা,অপহরণ ও বিষ্ফোরক দ্রব্য মামলা নং-০৩, তারিখ-০৫-০১-২০২৫, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৬৪/১১৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪ এর এজাহারনামীয় আসামী বেলায়েত মৃধাকে গাজীপুর জেলার গাছা থানাধীন হারিকেন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।
Leave a Reply