মাদারীপুর সংবাদদাতা।
উৎসব মূখর পরিবেশের মধ্যেদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক দলের মাদারীপুরের ডাসার উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে কাজী লিটন ও মো. ইউসুফ চৌধুরীকে সাধারন সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি অনুমোদন দেন জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক দলের আহবায়ক মো. টুকু মাতুব্বর, সদস্য সচিব মো. শাহীন শিকদার ও যুগ্ন আহবায়ক মো. আবদুল মাতুব্বর।
বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন দলীয় নেতা-কর্মীরা। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে মো. সজিব ইসলাম (আলী), আলহাজ আকন, অনুপ পাত্র, জালাল বেপারী, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ঘরামী, সাংগঠনিক সম্পাদক কাজী শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কুদ্দুস শেখ, প্রচার সম্পাদক রাসেদ মাতুব্বর, সহ-প্রচার সম্পাদক রাজিব শরিফ, দপ্তর সম্পাদক জাহিদুল খন্দকার ও কার্যকরী সদস্য সাদ্দাম বয়াতীকে নির্বাচিত করা হয়েছে। এবং সদস্য পদে জব্বার মাতুব্বর, মিজানুর মাতুব্বর, রাকিব মাতুব্বর, হুমায়ুন মাতুব্বর, আল আমিন হাওলাদার, জাহিদ মৃধা, সুজন বেপারী, লিমন বেপারী, মোসারফ হাওলাদার, লোকমান মাতুব্বর, জাকির হোসেন, সহিদ শেখ, হাসিবুল আকন, তামিম ইকবাল, মিলন ফকির, আবুল চৌধুরী, হাবুল দপ্তরী ও আলিম বেপারীকে নির্বাচিত করা হয়।
Leave a Reply