1. : deleted-lq3vXzn1 :
  2. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  3. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  4. jmitsolutionbd@gmail.com : support :
  5. : wp_update-1720111722 :
ইডটকো বাংলাদেশের অত্যাধুনিক ফাইভ-জি রেডি টাওয়ার অপারেশন সেন্টার চালু: উদ্বোধন করলেন বিটিআরসি চেয়ারম্যান ও মালয়েশিয়ার হাইকমিশনার - Madaripur Protidin
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল সারাদেশে বিপ্লবী ছাত্রদের উপর হামলা হচ্ছে, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না- বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নেয়ামতউল্লাহ মাদারীপুরে ২৪.৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক মাদারীপুরে গোসল করতে নেমে নিখোঁজ ভাইবোনের লাশ উদ্ধার মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর আমরা আর আমাদের সন্তানকে হারাতে চা্ই না- রাজৈরে “মানবপাচার প্রতিরোধে সচেতনতা সভা”য় মাদারীপুর পুলিশ সুপার ইতালীয় যাবার পথে মাদারীপুরের রাজৈরে ১০ জন ও মুকসুদপুরে দুইজনের মৃত্যু, পরিবারের শোকের বন্যা মাদারীপুরে দখলবাজিতে নেমেছে বিএনপি নেতা পরিচয় ধারী সাইদুর রহমান । মাদারীপুরে আইনজীবী সমিতির নির্বাচন । ১৫টি পদের মধ্যে বিএনপি পন্থী ১টি, সাধারন সম্পাদক পদসহ আওয়ামীপন্থীরা ১৪টি রাজৈরে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫ মাদারীপুরে আধিপত্য নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৫

ইডটকো বাংলাদেশের অত্যাধুনিক ফাইভ-জি রেডি টাওয়ার অপারেশন সেন্টার চালু: উদ্বোধন করলেন বিটিআরসি চেয়ারম্যান ও মালয়েশিয়ার হাইকমিশনার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৬.১৯ পিএম
  • ৫৫ জন পঠিত

ইডটকো বাংলাদেশের অত্যাধুনিক ফাইভ-জি রেডি টাওয়ার অপারেশন সেন্টার চালু: উদ্বোধন করলেন বিটিআরসি চেয়ারম্যান ও মালয়েশিয়ার হাইকমিশনার

[ঢাকা, বাংলাদেশ, ২৬ জানুয়ারি, ২০২৫] – দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ অবকাঠামোগত সেবাদাতা সংস্থা ইডটকো বাংলাদেশ ঢাকায় প্রতিষ্ঠানটির ফাইভ-জি রেডি টাওয়ার অপারেশন সেন্টার (টিওসি) উদ্বোধন করেছে। অত্যাধুনিক এই সেন্টারটি একটি রিয়েল-টাইম মনিটরিং হাব হিসেবে কাজ করবে, যা দেশের টেলিকম টাওয়ারগুলোর কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা, নেটওয়ার্ক সংযোগ নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে। টিওসি-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি, টিই (অবসরপ্রাপ্ত); বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি, টিই (অবসরপ্রাপ্ত) বলেন, “আজকের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল যুগে, আর্থ-সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো নেটওয়ার্ক সংযোগ। সংযোগের সম্প্রসারণ চালিয়ে যাওয়া যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি আধুনিক ও প্রযুক্তি-চালিত কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য একটি সহায়ক পরিবেশ গড়ে তোলাও জরুরি। এটি বাংলাদেশের টেকসই ও শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো তৈরির বৃহত্তর লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। শীর্ষস্থানীয় টাওয়ার কোম্পানি হিসেবে ইডটকো যেভাবে টেলিকম শিল্পের মানোন্নয়নের জন্য অত্যাধুনিক টাওয়ার কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসনীয় এবং এ খাতে একটি মূল্যবান উদাহরণ স্থাপন করছে। আমি আশা করি, ইডটকো বাংলাদেশ উদ্ভাবনী কৌশল এবং কার্যক্রমে উৎকর্ষতা গ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা চালিয়ে যাবে। তাদের এই প্রচেষ্টা টেলিযোগাযোগ খাতে নির্ভরযোগ্য ও উচ্চমানের সেবা প্রদান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং

সকলের জন্য নির্বিঘ্ন নেটওয়ার্ক সংযোগ নিশ্চিত করার সমন্বিত লক্ষ্য পূরণে সহায়ক হবে।”

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান বলেন, “মালয়েশিয়ার সরকার- সম্পৃক্ত বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর সাফল্য এবং অন্যান্য দেশের উন্নয়নে তাদের অবদানের বিষয়টি আমাদের সবসময়ই গর্বিত করে। গত দশ বছরে, ইডটকো উদ্ভাবনের অগ্রদূত হিসেবে কাজ করেছে এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। একটি তরুণ, প্রযুক্তিপ্রেমী জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির মাধ্যমে বাংলাদেশের একটি আঞ্চলিক ডিজিটাল হাব হয়ে ওঠার বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের নেটওয়ার্ক সংযোগের লক্ষ্য অর্জন ত্বরান্বিত করতে ইডটকোর মাধ্যমে মালয়েশিয়া তাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়া ও ইডটকোর বহুপক্ষীয় সহযোগিতা ও টেকসই প্রবৃদ্ধির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় অর্জিত সাফল্য বাংলাদেশের জন্য একটি পথনির্দেশিকা হিসেবে কাজ করতে পারে।”

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক টিওসিকে ইন্ডাস্ট্রির একটি মাইলফলক উল্লেখ করে বলেন, “এই তথ্যনির্ভর ডিজিটাল সুবিধাটি টাওয়ার পরিচালনাকে আরও কার্যকর করে, নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা নিশ্চিত করে এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের লক্ষ্যকে সহায়তা করে। আমরা শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামোর মাধ্যমে সমাজের ক্ষমতায়ন

এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” মালয়েশিয়া-ভিত্তিক ইডটকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ, তাদের কার্যক্রমের মাধ্যমে ব্যম্বু টাওয়ার ও হাইব্রিড সোলার-উইন্ড সল্যুশন্স-এর মতো টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেলিকম টাওয়ার কোম্পানি হিসেবে ইডটকো টেকসইঅবকাঠামো এবং সংযোগ সমাধানে অগ্রণী ভূমিকা রেখে চলেছে, যা দেশের প্রযুক্তিগত লক্ষ্যের প্রতি তাদের প্রতিশ্রুতির প্রতিফলন।

Press Release অনুযায়ী পোষ্ট করা হলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!