পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই এলাকার কিছু সংখ্যক মুসল্লী দুটি মসজিদে বিভক্ত হয়ে নামাজ পড়াকে কেন্দ্র করে বাবলু শেখ ও চুন্নু মুন্সী দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে চুন্নুর ভাতিজা সাইদুল মুন্সী (১৮) ও বাবলু গ্রুপের রয়েজ শেখের(২৫) বাকবিতন্ডা হয়। এ ঘটনা মিমাংসার জন্য (শুক্রবার) সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা দুই পক্ষের লোকজন নিয়ে শালিসিতে বসেন। এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হন। এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত মজিবর মুন্সীকে (৫৫) ঢাকা মেডিকেলে ও বেলাল শেখকে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে বক্কর মুন্সী (২০), গিয়াস শেখ (৩৫), তানভীর শেখ (১৮), সাইদুল মুন্সী (১৮), বাবুল মুন্সী ও দৌলা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি। করা হয়। বাকি আহতরা বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নেয়। ।
ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, পান্নু মুন্সী ও রোকন উদ্দিন শেখ সম্পর্কে মামা-ভাগনে। গতকাল (বৃহস্পতিবার) নান্নু মুন্সী ও পান্নু মুন্সী দুই ভাইয়ের মধ্যে পান্নুকে ভালো বলে রোকন উদ্দিন। এ নিয়ে নান্নুর ছেলে সাইদুল ও রোকন উদ্দিনের ছেলে রয়েজের মধ্যে তর্কবিতর্ক হয়। সেই ঘটনা মিমাংসার জন্য শালিস বসেছিল। সেই শালিসের মধ্যেই দুই পক্ষের লোকজন উত্তেজিত হয়ে সংঘর্ষ বাধায়। দুই পক্ষই খারাপ।
ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তকারী কর্মকর্তা রাজৈর থানার এস আই শেখ নুরুল ইসলাম জানান, দুই পক্ষ আলাদা আলাদা কথা বললেও জানা গেছে মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আগে তারা এক সাথে এক মসজিদে নামাজ পড়তো। কিন্তু এখন দলাদলির কারনে আলাদা মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ পড়ছে। এক মসজিদ এলাকা থেকে আরেক মসজিদে নামাজ পড়তে যাওয়ায় ওই মুসল্লীদের নিষেধ করায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply