রাজৈর প্রতিনিধি।রাজৈর পৌরসভা শহর সমন্বয় কমিটি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার রাজৈর পৌরসভার সম্মেলন কক্ষে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে ও পৌর সভার নির্বাহী প্রশাসক মোঃ ইকরাম উল্লাহ এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত ত্রৈমাসিক সভায় পৌর প্রশাসক মোঃ মাহফুজুল হক রাজৈর পৌরসভার কে পরিবেশ দূষণ ও বর্জ্য নিষ্কাশনে ডাস্টবিন ব্যবহারের উপর আলোচনা করেন এবং রাজৈর উপজেলা কে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে এলাকার জনগণের সহযোগিতা এবং ডাস্টবিন ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার কথা বলেন।
তিনি আরো বলেন রাজৈর পৌর সভার এলাকার মধ্যে জনগুরুত্বপুর্ন স্থানে প্রয়োজনীয় সংক্ষক ডাস্টবিন দেওয়া হচ্ছে। এলাকায় জলাবদ্ধতা নিরসনে রাজৈর পৌরসভা ও রাজৈর উপজেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, চাই শুধু আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমরা রাজৈর পৌরসভা কে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে পারবো। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মাহফুজুল হক, জেলা প্রশাসক প্রতিনিধি সহকারী কমিশনার কঙ্কনা ভক্ত, রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল, রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা, রাজৈর পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, রাজৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির খোন্দকার আবদুল মতিন, রাজৈর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, রাজৈর উপজেলা বি আর ডিবির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, আলমদস্তার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান সিকদার, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাধা রানী কুন্ডু। আরো উপস্থিত ছিলেন রাজৈর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Leave a Reply