অফিস রিপোর্ট ঃ রাজধানীর শাহআলী থানধীন এলাকা হতে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার মোঃ মোঃ জুয়েল @রুবেল @জুয়েল শেখ (৩০)’কে গ্রেফতার করেছে, র্যাব-৪।
র্যাব জানায়,“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিলগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ডাকাত, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ৩০ মে রাতে ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন গুদারঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মাগুরা জেলার মহম্মদপুর থানাধীন এলাকায় বারো লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত টাকার মালামাল লুট হওয়া চাঞ্চল্যকর ডাকাতি মামলার আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার মোঃ মোঃ জুয়েল @রুবেল @জুয়েল শেখ (৩০) ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৫ জুন ২০২৪ মধ্যরাতে ডাকাত দলের সর্দার মোঃ জুয়েল @রুবেল @জুয়েল শেখ (৩০)সহ আরো ৪/৫ ডাকাত সদস্য নিয়ে দেশীয় পিস্তল, রামদা, হাসুয়া ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে কাঠের জানালায় দেয়া গ্রীল ভেঙে ঘরে প্রবেশ করে বাদী মোঃ শরিফুল ইসলাম’কে (৪৮)’কে দড়ি দিয়া হাত -পা বেধে রাখে ও চর-থাপ্পর মারে এবং কাপড় দিয়ে মুখ বেধে ফেলে। তারপর ডাকাত সদস্যগণ তার স্ত্রীর কানে থাকা স্বর্নের দুলসহ সর্বমোট ১০ ভরি ৯ আনা স্বর্ণের বিভিন্ন স্বর্ণালোংকার যার আনুমানিক মূল্য ১০,৭০,০০০/- টাকা, নগদ ১,৯২,০০০/- টাকা ও দুইটি মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ৩১,৫০০/- টাকাসহ সর্বমোট বারো লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত টাকার মালামাল ডাকাতি করে।
এ সংক্রান্তে বাদী মাগুরা জেলার মহম্মদপুর থানায় অজ্ঞাতনামা ৪/৫ ডাকাত দলের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেন।মাগুরা জেলার মহম্মদপুর থানার অধিযাচন পত্র মূলে র্যাব-৪ এর একটি আভিযানিক দল বর্ণিত ডাকাত দলের সরদার আসামী মোঃ জুয়েল @রুবেল @জুয়েল শেখ (৩০)’কে প্রেফতার করতে সমর্থ হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া যায়।
Leave a Reply