অফিস রিপোর্টঃ মাদারীপুর, ০১ জুন ২০২৫ (রবিবার):বাংলাদেশ তথা বিশে^ প্লাস্টিক দূষণ রোধ করণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি(সনাক), মাদারীপুর“প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই”এই শ্লোগানকে সাামনে রেখে ‘বিশ^ পরিবেশ দিবস-২০২৫’(৫ জুন বিশ^ ব্যাপী দিবসটি পালিত হয়) উদ্যাপন উপলক্ষে ১ জুন ২০২৫,সকাল ১১.০০ টায় মাদারীপুর শহরস্থ প্রেসক্লাব এর সামনে মূল সড়কে মানববন্ধন এর আয়োজন করে। এবারে দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে,‘প্লাস্টিক দূষণ আরনয়’ (ঊহফরহম চষধংঃরপ চড়ষষঁঃরড়হ)। উক্ত মানববন্ধনেটি আইবির অনুপ্রেরণায় গঠিত সনাকের সদস্যবৃন্দ, ইয়েস গ্রুপের সদস্য, অ্যাকটিভ সিটিজেন প্রুপ (এসিজি)সদস্য; বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, সমমন াবিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন পেশা ও সমাজের নাগরিক প্রতিনিধিগণসহ প্রায় ৬০ জন(নারী: ২০)নাগরিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীগন মনে করেন, দিবসটি উদযাপনের মধ্য দিয়ে টিআইবি’র উদ্যোগ, বাংলাদেশে দুর্নীতি, অদক্ষতাএবং বৈষম্য নিরসনও প্লাস্টিক ব্যবহার রোধের আন্দোলন আরও বেগবান হবে।
উল্লেখ্য, প্লাস্টিক বর্জ্যরে অদক্ষ ব্যবস্থাপনার ফলে বাংলাদেশের নদী, খাল,নগর ও গ্রামীণ অঞ্চলগুলোতে পরিবেশ দূষণের মাত্রা বেড়েই চলছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৮২১,২৫০ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়,যা পরিবেশের মারাত্বক ক্ষতি সাধন করছে। ২০০২ সালে আইন করে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল, কিন্তু কার্যকর প্রয়োগের অভাবে পরিবেশ দূষণ যে শুধু অব্যাহতই রয়েছে তা নয়, বরং উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, প্লাস্টিক অপচনশীল হওয়ার কারণে শতশত বছর ধরে পরিবেশেটিকে থাকে। প্লাস্টিক, মাইক্রো প্লাস্টিক পোড়ানোর ফলে উৎপন্ন রাসায়নিক ও রোগ জীবাণু মানব স্বাস্থ্য ও অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলে এবং সামুদ্রিক প্লাস্টিক দূষণের ক্ষেত্রে যে পরিবেশগত ক্ষতি হয়, তা অত্যন্ত উদ্বেগজনক। এই প্রেক্ষাপটে, প্লাস্টিক দূষণের নেতিবাচক প্রভাব সম্বন্ধে জনসচেতনতা তৈরি করা এবং ভোক্তাদের প্লাস্টিক পণ্যের ব্যবহারনা করতে উদ্বুদ্ধ করা ও প্লাস্টিকপণ্য ব্যবহার নিয়ন্ত্রণ করতে প্রশাসনিক পদক্ষেপ জোরদার করতে দাবি উত্থাপনের উদ্দেশ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে সনাক সভাপতি খান মো. শহীদ বলেন, বাংলাদেশের সব এলাকায় বর্জ্যরে কারণে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে,অন্যদিকে প্লাস্টিক বর্জ্যরে দূষণ আমাদের বেঁচে থাকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক পণ্য বর্জনকরা ও প্রশাসনকেআইনেরযথাযথ প্রয়োগেরমাধ্যমে প্লাস্টিকপণ্য ব্যবহারনিয়ন্ত্রণের আহ্বানজানান। সম্মিলিতঅংশগ্রহণকারীগন এইমহতী উদ্যোগের জন্য টিআইবিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়তে অঙ্গিকার ব্যক্ত করেন।
এপ্রেক্ষাপটে, টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের জন্য নি¤œলিখিত সুপারিশসমূহ তুলে ধরছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইএনসিতে উত্থাপনের জন্য সুপারিশ: বাংলাদেশ প্রতিনিধি দল কর্তৃক উত্থাপনের জন্য বিষয়সমূহ;
১. প্লাস্টিক দূষণ রোধ-সংক্রান্ত চুক্তিটি দ্রুততার সাথে সম্পাদন করতে হবে। এক্ষেত্রে, জীবাশ্ম জ্বালানিখাতে স্বার্থের দ্বন্দ্ব-সংশ্লিষ্টদের বাদ দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া নিশ্চিতের জোরালো দাবি উত্থাপন করতে হবে। এজন্য, বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে একত্রে কাজ করতে হবে;
২. চুক্তির আওতায় ২০৪০ সালেরমধ্যে প্লাস্টিক তৈরিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ এবং উৎপাদিতপ্লাস্টিক বর্জ্যরে শতভাগ পুনঃপ্রক্রিয়াজাতকরণের লক্ষ্য মাত্রা নির্ধারণের দাবি উত্থাপন করতে হবে;
৩. প্লাস্টিক দূষণ রোধ-সংক্রান্তচুক্তির আওতায় দেশগুলোকে প্লাস্টিকউৎস থেকে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের তথ্য স্বচ্ছতার সাথে নিরূপণ করতে হবে। সেই তথ্যর ভিত্তিতে এনডিসি’র তথ্য হালনাগাদ ও সংশোধন করে উপস্থাপনের দাবি উত্থাপন করতে হবে;
৪. চুক্তির আওতায় “দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদানের নীতি”বাচড়ষষঁঃবৎ-ঢ়ধুং ঢ়ৎরহপরঢ়ষব –এর ভিত্তিতে, প্লাস্টিক উৎপাদনকারীদের অবদান অনুযায়ী দূষণের দায় দূষণকারীকে গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করতে হবে।
Leave a Reply