রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার)” প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস।
৩ জুন (মঙ্গলবার) দুপুর ১২টায় রাজৈরের আছমত আলী খান মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাদারীপুর জেলার উপ-পরিচালক কৃষিবিদ ড. সন্তোষ চন্দ্র চন্দ। মুখ্য আলোচক ছিলেন ফরিদপুর অঞ্চলের পাটনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ হাফিজ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাশ্বতী ছন্দা দেবনাথ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা, রাজৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দুপ্রক সভাপতি খোন্দকার আবদুল মতিন,বদরপাশার চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল হাসান খান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ননী গোপাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এবং উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন সুলতানা রিমা।
বক্তারা বলেন, কৃষকের উন্নয়নে পাটনার প্রকল্পের মতো উদ্যোগের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আধুনিক ও পুষ্টিকর কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের আগ্রহী করে তুলতে এবং মাঠ পর্যায়ে দক্ষতা বৃদ্ধিতে ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।কীটনাশক ওষুধের সুষ্ঠু ব্যবহার, নিরাপদ ফসল উৎপাদন করা।
কনফারেন্সে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
Leave a Reply