টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা:
না ফেরার দেশে চলে গেলেন মাদারীপুরের বর্ষিয়ান সাংবাদিক শাহজাহান খান (৭৬), (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এসেছে গণমাধ্যমকর্মীদের মাঝে।
জানা যায়, ৭৬ বছরের মধ্যে দীর্ঘ ৫৫ বছরই তিনি সাংবাদিক পেশায় ছিলেন। ১৯৬৮ সালে দৈনিক চিত্রালী পত্রিকায় পরে সাপ্তাহিক ইত্তেফাক শুরকরে দৈনিক ইত্তেফাকে প্রবেশে করে মৃত্যুর আগ পরযন্ত সাংবাদিকতা পেশায় ছিলেন শাহজাহান খান। এরপর একটানা দীর্ঘ বছর দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে বিরতিহীনভাবে কাজ করেন তিনি। দীর্ঘদিন মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বে ছিলেন শাহজাহান খান। স্থানীয় দৈনিক সুবর্ণ গ্রাম পত্রিকা কিছুদিন সম্পাদনার কাজ করেছেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি র সাধারন সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েক দফা রাজধানী ঢাকাসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসক নেন বর্ষিয়ান এই সাংবাদিক। শেষমেষ গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয় ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানকার আইসিইউতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে শাহজাহান খান তিন ভাই, ৫ বোন ও স্ত্রীসহ অসংখ্যক শুভকাঙ্খি রেখে গেছেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা। মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে শহরের পানিছত্র এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মাদারীপুরের সিনিয়র সাংবাদিক সুবল বিশ^াস বলেন, মাদারীপুর জেলায় সিনিয়র সাংবাদিক শাহজাহান ভাইয়ের মৃত্যু মেনে নেয়ার মত না। তার কাছ থেকে জেলার অনেক সাংবাদিক জ্ঞানমূলক চর্চা ও পরামর্শসহ অনেক কিছু শিখেছেন। তার মধ্যে কোন রাগ বা অভিমান ছিল না। তিনি সবাইকে ¯েœহ ও ভালবাসা দিয়ে হাসিখুশি রাখতেন। শাহজাহান ভাইও সর্বত্র হাসিখুশিমনা মানুষ ছিলেন। তার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই।
Leave a Reply