টেকেরহাট সংবাদদাতা। টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুরে গৌতম গাইন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয় । আজ শনিবার দুপুরে উপজেলার কলিগ্রাম বঙ্গরতœ কলেজ মাঠে নিহতের স্বজন এ মানববন্ধনের আয়োজন করে। স্থানীয় জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চবিদ্যালয়ের নৈশ প্রহরী গোতম গাইন গত বুধবার (৯-৭-২৫)রাত থেকে নিখোঁজ হয়। গতকাল শুক্রবার (১১-৭-২৫) গোপালগঞ্জ সদরের বৈলতলী এলাকার কুমার নদ থেকে হাত-পা বাধাঁ ভাসমান অবস্থায় বৈলতলী ফাড়ী পুলিশ গৌতমের মরদেহ উদ্ধার করে। নিহত গৌতম গাইন উপজেলার কলিগ্রামের মৃত বিমল গাইনের ছেলে।
নিহত গৌতমের স্ত্রী মিলি বৈরাগী জানান, বুধবার রাতে জলিরপাড় জে,কে,এমবি মল্লিক উচ্চবিদ্যালয়ে পাহাড়া দেয়ার জন্য বাড়ী থেকে বের হওয়ার সে আর বাড়ী ফেরেনি। আমি হত্যাকারিদের দৃষ্টান্ত বিচার চাই।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাড়ী তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা হত্যাকারিদের খুজে বের করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Leave a Reply