মাদারীপুর
মাদারীপুরে রবিবার বিকেলে আলহাজ আমিন উদ্দিন হাই স্কুলের মিলণায়তনে আলহাজ আমিন উদ্দিন জমাদার শিক্ষা ট্রাস্টের বৃত্তি পদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ আমিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন পিলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তপ্রাপ্ত ছাত্রদের হাতে বৃত্তির টোকেন তুলে দেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা:ইয়াছমিন আক্তার।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোছা:ইয়াছমিন আক্তার বলেন,আসন্ন এসএসসি পরীক্ষায় যেন প্রতিটি ছাত্র এ+ পাও। সকলে টিকমতো লেখাপড়া করলে অবশ্যই ভালো রেজাল্ট করবে।
এসময় ৪৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রের হাতে ১ হাজার করে ৪৩ হাজার টাকার প্রদান করা হয়।
পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ আমিন উদ্দিন জমাদারের রহেম মাগফকামণা করে দোয়া করা হয়।