1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ট্রাক ডাকাতি। ট্রাক উদ্ধার। ১৩ ডাকাত গ্রেপ্তার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কালকিনিতে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় মামলা ॥ গ্রেফতার-১ রাজৈরে ৬ বছরের শিশুকে ধর্ষন। পলাতক ধর্ষক গ্রেপ্তার মাদারীপুরে বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি হওয়ায় দুদকের অভিযান। মামলা দায়ের ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারে গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাদারীপুরের শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরন ও গাভী পালন প্রশিক্ষন মাদারীপুরে “স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়” শীর্ষক আলোচনা সভা। মাদারীপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালা বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপ পরিচালক মাদারীপুরে উদ্বার মাদারীপুরে   প্রবাসীর জমি দখলে গাছের সাথে শত্রুতা মাদারীপুরে শশুর বাড়ির নির্যাতনেসংসার করা হলো না   ইতালি প্রবাসীর স্ত্রী সুমাইয়ার

রাজৈরে ট্রাক ডাকাতি। ট্রাক উদ্ধার। ১৩ ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৬.৫৭ এএম
  • ১৮৯ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈরে তরমুজ বোঝাই পিকআপ ট্রাক ডাকাতির পর রাজৈর থানা পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে ৩০ সেপ্টেম্বর রাতে গাজীপুরের জয়দেবপুর থেকে ডাকাতি হওয়া ট্রাক উদ্ধার ও চার ডাকাত গ্রেপ্তারসহ এ ডাকাতি কাজে অংশগ্রহণকারি আরো ৯ ডাকাতকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর রাতে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর থানাধীন গঙ্গাবরদী নামক স্থানে এ ডাকাতির ঘটনা  ঘটে। আজ দুপুরে রাজৈর থানা অফিস প্রেস ব্রিফিং করে এ তথ্য প্রকাশ করেন শিবচর সার্কেল এএসপি(রাজৈর-শিবচর) মো: সালাউদ্দিন কাদের।
পুলিশ জানায়, ২৩ সেপ্টেম্বর রাতে খুলনার রুপসা আজোগোড়া এলাকা থেকে তরমুজ ও বাঙ্গী বোজাই করে পিকআপটি মাদারীপুরের মোস্তফাপুর ফলের আড়তে যাচ্ছিলো। পথিমধ্যে রাত আড়াইটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর থানাধীন গঙ্গাবরদী নামক স্থানে আসলে সংঘবদ্ধ ডাকাতদলের  সদস্যরা আরেকটি ট্রাক দিয়ে সামনে থেকে গতিরোধ করে ওই পিকআপ ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে ড্রাইভার ও হেলপাড়কে হাত পা বেধে ডাকাতদের ব্যবহৃত ট্রাকে উঠিয়ে একই উপজেলার খালিয়া ফায়ার সার্ভিসের সামনে ফেলে যায়। অন্য সদস্যরা পিকআপটিকে ঢাকার যাত্রা নিয়ে তরমুজ ও বাঙ্গী বিক্রি করে পিকআপটিকে গাজীপুরের জয়দেবপুর থানা হোতাপাড়া একটি গ্যাড়েজে লুকিয়ে রাখে। গ্রেপ্তারকৃত ডাকাতদের দেয়া তথ্যমতে ওই হোতাপাড়ায় লুকিয়ে রাখা গ্যারেজ থেকে পিকআটি উদ্ধার করা হয়।
এএসপি মো: সালাউদ্দিন কাদের জানান, ঘটনার পর এসপি নাঈমুল হাসান এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জাহাঙ্গীর আলম এর তত্বাবধানে   আমরা  তদন্তে নামি। প্রযুক্তি ব্যবহার করে প্রথমে হাবিবসহ দুইডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক  রাজৈর থানার একটি চৌকশ টিম ঢাকা, গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া মোট ১৩ জন ডাকাতকে গ্রেপ্তার করি ।
গ্রেপ্তারকৃতরা হলো  ১। মোঃ শাহ আলম শেখ (৪০), পিতা- মৃত শেখ সোবাহান, মাতা: জুলেখা বেগম-স্থায়ী: গ্রাম- খাটরা (ইউপি-কাউলীবেড়া), উপজেলা/থানা- ভাংগা, জেলা-ফরিদপুর, বাংলাদেশ, ২। মোঃ কবির চোকদার (৪৫), পিতা- মৃত রাশেদ চোকদার, মাতা: শেফালী বেগম-স্থায়ী: গ্রাম- পরারন (পরারং, ইউপি- কাউলীবেড়া), উপজেলা/থানা- ভাংগা, জেলা-ফরিদপুর, বাংলাদেশ, ৩। মোঃ জাকির খাঁ (৫০), পিতা- মৃত শাজাহান খাঁ, মাতা: মৃত রাবেয়া বেগম-স্থায়ী: গ্রাম- নিজগ্রাম (ইউপি-কৃষ্ণপুর), উপজেলা/থানা-সদরপুর, জেলা-ফরিদপুর, বাংলাদেশ ৪। ইকরাম আলী মুন্সী (৩৫), পিতা- মোঃ রশীদ মুন্সী, মাতা: আনোয়ারা বেগম-স্থায়ী: গ্রাম- কাউলীবেড়া (নয়ানগর মুন্সীবাড়ী (কুম্পার)), উপজেলা/থানা- ভাংগা, জেলা-ফরিদপুর, বাংলাদেশ, ৫। হৃদয় বয়াতী (২৩), পিতা- মৃত টুকান বয়াতী, মাতা: নূরজাহান বেগম-স্থায়ী: গ্রাম- পাতরাইল, উপজেলা/থানা- ভাংগা, জেলা-ফরিদপুর, বাংলাদেশ, ৬। মোঃ সুমন হোসেন মাতুব্বর (২৬), পিতা- রেজাউল মাতুব্বর, মাতা: পাচী বেগম-স্থায়ী: গ্রাম- মীরাকান্দা (পার্ট), উপজেলা/থানা- নগরকান্দা, জেলা-ফরিদপুর, বাংলাদেশ, ৭। মোঃ আল আমিন (৪৫), পিতা- আব্দুল আলী, মাতা: দেলোয়ারা বেগম, স্বামী/স্ত্রীর সুলতানা বেগম-স্থায়ী: গ্রাম- পুরাতন পাঁচদোনা (পাঁচদানা, ইউপি- শাক্তা), উপজেলা/থানা-কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, বাংলাদেশ, ৮। মোঃ হাবিব (২৫), পিতা- আবুল হাসেম, মাতা: নাজমা বেগম, স্বামী/স্ত্রীর আয়শা ভানু-স্থায়ী: গ্রাম- ঘাটার চর (ইউপি-তারানগর), উপজেলা/থানা-কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, বাংলাদেশ, ৯। মোঃ ইকবাল হোসেন (৩৬), পিতা- মৃত হালান মাতুব্বর, সাং- ছোট নাওডুবি, থানা- নগরকান্দা, জেলা-ফরিদপুর, ১০। মোঃ সুজন মাতুব্বর, (২৭), পিতা- হাবিবুর মাতুব্বর, সাং- শংকরদী, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর, ১১। মোঃ সোহাগ ওরফে নোবেল (২৬), পিতা- ইয়াকুব আলী, সাং- গুশ্বা ইউপি- জাফরাবাদ, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, ১২। মোঃ ডালিম সরকার (৩০), পিতা-আহাদ আলী, সাং-আহম্মেদাবাদ, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ ১৩। মোঃ স্বপন (২৫), পিতা- মোঃ সাহাবুদ্দিন, সাং-সাইটুটা, ইউপি- জাফরাবাদ, থানা- করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ ।
ডাকাত মোঃ সোহাগ ওরফে নোবেল (২৬) এর হেফাজত হইতে গাজীপুর জেলার জয়দেবপুর থানা হোতাপাড়া থেকে  ডাকাতী করা পিকআপ গাড়ীটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের নামে বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে।
  এই ঘটনায়   মাদারীপুর এর রাজৈর থানার এফআইআর নং-৩৩, তারিখ- ২৩ সেপ্টেম্বর, ২০২৫, জি আর নং-৩০৯, তারিখ- ২৩ সেপ্টেম্বর, ২০২৫; ধারা-394 The Penal Code, 1860; রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!