কালকিনি
মাদারীপুরের কালকিনিতে মো. ইদ্রীস বরকুনতাজ- (৫৮) নামের এক আন্ত: জেলা মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার গভীররাতে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার রমজানপুর ইউনিয়নের রমজানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে হাতেনাতে গাঁজাসহ আটক করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ইদ্রীসের বিরুদ্ধে কালকিনি থানা, বরিশালের গৌরনদী থানা, বরিশাল মেট্রো এয়ারপোর্ট থানা ও মাদারীপুর সদর থানাসহ মোট সাতটি মাদক মামলা রয়েছে। তিনি আন্ত: জেলা মাদক ব্যবসায়ী।